আজকের শীর্ষ খবর:
- সুপারমার্কেট জায়ান্টদের ক্ষমতা নিয়ন্ত্রণ করার জন্য আইন পাশ করতে চান ন্যাশনালস লিডার ডেভিড লিটলপ্রাউড। তিনি বলেন, এতে সমর্থন লাভের আশায় জোটের অংশীদার লিবারালদের প্রতি তাকিয়ে আছেন তিনি। এ নিয়ে গ্রিনস পার্টির প্রস্তাবটি তিনি দেখছেন এবং এর উদ্দেশ্যের সঙ্গে তিনি একমত, বলেন মিস্টার লিটলপ্রাউড।
- যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার নিন্দা করেছেন অস্ট্রেলিয়া সরকারের মন্ত্রীরা। ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের অক্টোবরের মাঝে পরিচালিত দু’টি ভয়ানক সাইবার হামলায় লক্ষবস্তু করা হয়েছিল ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারিয়ানদেরকে এবং ৪০ মিলিয়ন ভোটারকে। এসবের পেছনে চীনা গুপ্তচরদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
- মেলবোর্ন থেকে পার্থে যাওয়ার সময়ে কোয়ান্টাসের একটি ফ্লাইটের একটি ইঞ্জিন বন্ধ করতে বাধ্য হন পাইলটেরা। তবে, বিমানটি পার্থ এয়ারপোর্টে নিরাপদেই অবতরণ করে। পার্থ এয়ারপোর্টের কাছাকাছি আসার পরে বিমানটির একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। একজন যাত্রী জানান যে, তারা বিকট শব্দ শুনতে পেয়েছেন।
- আগামী দশ দিনের মধ্যে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করার শর্তে, সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ৪৫৪ মিলিয়ন মার্কিন ডলার সিভিল জালিয়াতির অর্থ সংগ্রহের রায় স্থগিত রাখতে সম্মত হয়েছে নিউ ইয়র্কের একটি আপিল আদালত। এই আদেশটি মিস্টার ট্রাম্পের জন্য একটি উল্লেখযোগ্য বিজয়। তিনি বলেন, এই মামলাটি সাড়ে তিন বছর আগে আনা যেত। এখন নির্বাচনের সময়ে এটি আনা হয়েছে।
- ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় এ শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল সোমবার রাতে পাকিস্তানি হাইকমিশনের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানানোর কথা বলা হয়।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









