আজকের শীর্ষ খবর:
- এ মাসে অপটাসের বিভ্রাটের বিষয়ে তদন্তের জন্য শর্তাবলী প্রকাশ করেছে অ্যালবানিজি সরকার। কমিউনিকেশন্স মিনিস্টার মিশেল রোল্যান্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে যে, এই তদন্তটি করা হবে অস্ট্রেলিয়ান কমিউনিকেশন্স অ্যান্ড মিডিয়া অথরিটির সাবেক ডেপুটি চেয়ার রিচার্ড বিনের নেতৃত্বে।
- ভলান্টারি অ্যাসিস্টেড ডায়িং আইন আজ থেকে কার্যকর করা হয়েছে। প্রথম ১২ মাসে প্রায় ৬০০ থেকে ৯০০ জন টার্মিনালি ইল বা বাঁচার আশা নেই এমন অসুস্থ মানুষ এই বিকল্পটি গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
- একটি নতুন সমীক্ষায় দেখা যায়, হাইয়ার ইনকাম ব্রাকেটে থাকা আরও পরিবার আর্থিক চাপ অনুভব করতে শুরু করেছে।
- গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধিবিরতি দুই দিনের জন্য বাড়ানো হয়েছে। এছাড়া, ইসরায়েলি কারাগারে আটক ৩৩ জন ফিলিস্তিনির বিনিময়ে আরও ১১ জন জিম্মিকে ইসরায়েলের কাছে ছেড়ে দেওয়া হয়েছে।
- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা কিন্তু বেশি কিছু চায় না। তারা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরাও চাই। তারা আমাদের সাহায্য করছে। আমরা নিজেরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই।
- টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৪ রানে হারিয়ে ২-০ তে এগিয়ে গেলে ভারত।
রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে এসবিএস । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla Credit: SBS









