মূল বিষয়:
- অস্ট্রেলিয়ায় গাড়ি বিক্রির তিনটি উপায় রয়েছে: ব্যক্তিগতভাবে সরাসরি ক্রেতার কাছে, ডিলারশিপের মাধ্যমে অথবা নিলামের মাধ্যমে।
- ব্যক্তিগতভাবে বিক্রি করার সময় এগুলো বিবেচনা করতে হয়: গাড়ির দাম, কোনও মেরামত করা প্রয়োজন কিনা এবং সেই সাথে অনেক স্টেটেই গাড়ি সড়কে চলাচলের উপযুক্ত কিনা সে বিষয়ে সার্টিফিকেট বাধ্যতামূলক।
- গাড়ি বিক্রির পরে আপনার স্টেটের মোটর রেজিস্ট্রি কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় নিবন্ধন সম্পূর্ণ করে মালিকানা বদল করা বাধ্যতামূলক।
যানবাহন কেনা-বেচা সংক্রান্ত তথ্য জানার জন্যে জাতীয় কোনো তথ্যকেন্দ্র নেই। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে বলা যায় যে, অস্ট্রেলিয়ায় ব্যবহৃত গাড়ির বাজার নতুন গাড়ির তুলনায় প্রায় তিন গুন বড়।
তাই বলা যায় সেকেন্ড-হ্যান্ড গাড়ির বিক্রেতা হিসাবে আপনার সামনে সম্ভাব্য ক্রেতার সংখ্যা নেহায়েত কম নয়। কিন্তু কীভাবে আপনি গাড়ি বিক্রির সম্পূর্ণ প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করবেন?
নিউ সাউথ ওয়েলস ফেয়ার ট্রেডিং-এর রেগুলেটরি এনগেজমেন্টের পরিচালক ক্যাথি টাউনসেন্ড অস্ট্রেলিয়ায় গাড়ি বিক্রির জন্য উপলব্ধ উপায়গুলির ব্যাপারে তথ্য সরবরাহ করেন।

তিনি জানান, কোনো ডিলার বা নিলাম হাউজের মাধ্যমে সাধারণত ক্লাসিক এবং কালেক্টর গাড়ি বিক্রি করা হয়ে থাকে। সেক্ষেত্রে তারাই সম্পূর্ণ বিক্রয় প্রক্রিয়াটি দেখাশোনা করে, ফলে বিক্রয়কারীকে কোনো ঝামেলা পোহাতে হয় না। তবে এক্ষেত্রে নিজের ইচ্ছেমত গাড়ির সর্বোচ্চ মূল্য ঠিক করা সম্ভব হয় না।
ডিলারশিপের মাধ্যমে গাড়ি বিক্রি করতে চাইলে এর সাথে সম্পর্কিত ফিস ও অন্যান্য ব্যয় বিবেচনায় রাখা দরকার, কারণ সাধারণত গাড়িটি বিক্রি করার সময় তারা সেখান থেকে কিছু মুনাফা অর্জনের লক্ষ্য রাখে। বিকল্প উপায়ে, অর্থাৎ আপনি যদি কোনো অকশান হাউজের মাধ্যমে বিক্রি করতে চান, তাহলে বিক্রয় মূল্যের প্রায় ১০-১৫ শতাংশ কমিশন দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে হবে বলে জানিয়েছেন মিজ টাউনসেন্ড।
আর ব্যক্তি পর্যায়ে সরাসরি ক্রেতার কাছে বিক্রয়ের ক্ষেত্রে গাড়ির নিবন্ধনের কাগজপত্র তৈরি থাকা অপরিহার্য।

অনলাইন প্ল্যাটফর্ম কারসেলসের কনজুমার মার্কেটিং ম্যানেজার কারা ফায়েলা বলেন, প্রাইভেট সেল বা ব্যক্তি পর্যায়ে বিক্রয়ের জন্য গাড়ির বিজ্ঞাপন দেওয়ার সময়, গাড়ির অবস্থা সম্পর্কে সৎ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগ্রহী ও সম্ভাব্য ক্রেতাদের কাছ থেকে যেকোনো প্রশ্নের উত্তর সময়মত দেয়া জরুরী, কারণ এটি দ্রুত এবং সফল বিক্রয়ের সম্ভাবনা বাড়িয়ে তোলে।
মিজ ফায়েলা বলেন, গাড়ির দাম নির্ধারণের আগে ভাল করে বাজার গবেষণা করা গুরুত্বপূর্ণ, কারণ সবার আগে দাম দেখেই আগ্রহী ক্রেতারা ঠিক করে থাকে যে আপনার গাড়িটি তারা কিনবে কিনা।
অ্যালেক্স ফরেস্ট ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রয়্যাল অটোমোবিল ক্লাবে (আরএসি) ভিহিকলস অ্যান্ড ফুয়েলস এর ম্যানেজার।
তাঁর পরামর্শ হচ্ছে যে গাড়িটি বিক্রি করার আগে কোনো যান্ত্রিক মেরামত করা সম্ভাব্য ক্রেতাদের সাথে এর দাম এবং বিক্রির আলোচনাকে প্রভাবিত করতে পারে।
তবে গাড়ি বিক্রির ঠিক আগে আগে কোনো ঐচ্ছিক আপগ্রেড বা পরিবর্তন করা সব ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ নয়।

অনেকেই গাড়ি বিক্রির সময় একটি অস্বস্তিতে ভোগেন, বিশেষ করে যখন সম্ভাব্য ক্রেতাদের এক্ষেত্রে বাড়িতে এসে গাড়িটি পরিদর্শন করা এবং পরীক্ষা করার জন্যে চালিয়ে দেখা দরকার হয়।
মিজ ফায়েলা পরামর্শ দিয়েছেন যে এই উদ্বেগটি মোকাবেলা করার উপায় রয়েছে। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, তাঁর গাড়ি বিক্রি করার সময় নিজ পরিবারের একজন সদস্যকে উপস্থিত থাকতে বলেছিলেন।

মি. ফরেস্ট আরও বলেন, আপনার স্টেট বা টেরিটরির আইনের উপর নির্ভর করে বিক্রি করার আগে আপনার গাড়িটির একটি কমপ্লায়েন্স টেস্ট করার প্রয়োজন হতে পারে।
একবার গাড়ি বিক্রি হয়ে গেলে তিনটি জরুরী কাজ মনে করে করতে হবে। সেগুলি হচ্ছে গাড়ির বীমা কোম্পানী এবং রোড-সাইড অ্যাসিস্ট্যান্স কোম্পানীর সাথে যোগাযোগ করা, টোলওয়ে অ্যাকাউন্টে পরবর্তী গাড়ির নাম্বার যোগ করা হয়েছে কিনা তা নিশ্চিত করা এবং আপনার স্টেট বা টেরিটরির মোটর রেজিস্ট্রি অফিসকে অবহিত করা।

এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মালিকানা পরিবর্তন, যানবাহন স্থানান্তর এবং নিষ্পত্তির জন্য কাগজপত্র এবং অন্যান্য প্রক্রিয়া দেশের বিভিন্ন স্থানে আলাদা হতে পারে।







