আজকের শীর্ষ খবর:
- অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার-ফাইটাররা। ভিক্টোরিয়া, তাসমানিয়া এবং নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন স্থানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
- ইনডিজেনাস ভয়েস টু পার্লামেন্ট গণভোটে ‘ইয়েস’ ভোট এখনও জয়ী হওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি।
- এদিকে, ‘নো’ ক্যাম্পেইনের নেতৃস্থানীয় সদস্যরা গতকাল পার্থে একটি সমাবেশে বক্তৃতা প্রদান করেছেন।
- যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার কেভিন ম্যাকার্থিকে পদচ্যূত করার জন্য ভোটের আহ্বান জানিয়েছেন কট্টর ডানপন্থী রিপাবলিকান ম্যাট গেটজ।
- বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র তৎপর হলেও তারা বাংলাদেশের বিশেষ কোনো দলকে সমর্থন করে না। এ রকম মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
- অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করছে । আগামী ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাবে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, বিদ্যমান সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

৫ অক্টোবর, ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla. Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









