আজকের শীর্ষ খবর:
- মানবিক কারণে গাজায় যুদ্ধ বিরতি চেয়ে জাতিসংঘের একটি প্রস্তাবে ভোটদানে বিরত থাকায় সমালোচিত হয়েছে অ্যালবানিজি সরকার।
- গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২০টি দেশ। বিপক্ষে ভোট দেয় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র-সহ ১৪টি দেশ এবং ভোটদানে বিরত ছিল অস্ট্রেলিয়া-সহ ৪৫টি দেশ।
- প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি বলেছেন যে, তার বহুল প্রত্যাশিত চীন সফর শক্তিশালী দেশটির সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্কের দুয়ার খুলে দিবে। তবে, সেখানে তিনি আমেরিকার জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের বিষয়টি অস্বীকার করেছেন।
- গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতি এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিয় গুতেরেস।
- বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল গতকাল রবিবার শেষ হয়েছে। এরপর, দলের মহাসচিব-সহ নেতা-কর্মীদের গ্রেপ্তার, মামলা ও সংঘর্ষের অভিযোগ এনে আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক তিন দিনের অবরোধের ডাক দিয়েছে বিএনপি।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।