আজকের শীর্ষ খবর:
- ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল নিউইয়র্কের একটি আদালত এ রায় দেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে একজন পর্ন তারকার মুখ বন্ধ রাখতে অর্থপ্রদানের বিষয়টি ঢাকতে জন্য নথি জাল করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। আগামী ১১ জুলাই এ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। ডোনাল্ড ট্রাম্পের এই মামলার রায় নিয়ে মন্তব্য করতে নারাজ অস্ট্রেলিয়ান রাজনীতিবিদগণ।
- আজ ভোরে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদের অফিসে ভাঙচুর করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে। ভিক্টোরিয়া পুলিস জানিয়েছে, ফেডারাল অ্যাটর্নি জেনারেল মার্ক ড্রেইফাস-সহ বেশ কয়েকজন এমপির অফিসে লাল রঙ ছোঁড়া হয়েছে।
- এনার্জি এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদানের জন্য ইউক্রেনকে অতিরিক্ত ৩১ মিলিয়ন ডলার দিবে অস্ট্রেলিয়া। ফরেইন মিনিস্টার পেনি ওয়াং এই প্যাকেজ ঘোষণা করেছেন। ইওরোপে শীতকাল আসছে। তাই, ইউক্রেনীয়দেরকে তাপ ও বিদ্যুৎ সহায়তা করার উদ্দেশ্যে এই অর্থ থেকে ২০ মিলিয়ন ডলার ব্যয় করা হবে।
- হামাস বলেছে যে, তারা মধ্যস্থতাকারীদেরকে বলেছে যে, চলমান আগ্রাসনের সময়ে আরও আলোচনায় অংশ নেবে না তারা। তবে, ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করে, তাহলে জিম্মি এবং বন্দীদের বিনিময়-সহ একটি পরিপূর্ণ চুক্তির জন্য তারা প্রস্তুত।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









