আজকের শীর্ষ খবর:
- অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স শীঘ্রই অনাগরিকদেরকে নিয়োগ করবে। নিয়োগ সম্প্রসারণের জন্য সরকারের জাতীয় প্রতিরক্ষা কৌশল পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ। অনাগরিক যারা অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের জন্য আবেদন করতে চান, তাদেরকে অবশ্যই অস্ট্রেলিয়ায় কমপক্ষে এক বছর স্থায়ী অভিবাসী হিসেবে থাকতে হবে এবং নাগরিকত্বের জন্য আবেদন করার জন্য যোগ্য হতে হবে। যারা এর আগে অন্য কোনো দেশের সামরিক বাহিনীতে কাজ করেছেন তারা বিবেচিত হবেন না। শ্যাডো ফরেইন অ্যাফেয়ার্স মিনিস্টার সাইমন বার্মিংহাম বলেন, ডিফেন্স ফোর্সে বিদেশী নাগরিকদের নিয়োগ করার পরিকল্পনা থেকে এক্ষেত্রে সরকারের ব্যর্থতা বোঝা যায়।
- সংসদে তীব্র বিতর্কের মাঝে ইমিগ্রেশন মিনিস্টার অ্যান্ড্রু জাইলস বলেন, গত সপ্তাহে তিনি ব্যক্তিগতভাবে ৩৫টি ভিসা বাতিল করেছেন। এর আগে, বিতর্কিত মিনিস্টারিয়াল ডাইরেকশন নাইনটি নাইন সংস্কার করার সিদ্ধান্ত নেন তিনি। ভিসা বাতিলের আগে অস্ট্রেলিয়ার সঙ্গে সেই ব্যক্তির সম্পর্ক বিবেচনা করার বিষয়টি নিশ্চিত করা হয় এই ডাইরেকশনটির মাধ্যমে। ফলে, এর মাধ্যমে ডিপোর্টেশন এড়াতে পারেন কোনো কোনো সহিংস অপরাধী।
- মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে, তারা চায় গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের প্রস্তাব সমর্থন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করুক। এর আগে, যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তিনটি প্রচেষ্টায় ভেটো দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









