আজকের শীর্ষ খবর:
- সরকারের স্টেজ থ্রি ট্যাক্স কাট-এ পরিবর্তন আনার সিদ্ধান্ত সমর্থন করেছে ভোটাররা। মতামত জরিপগুলোতে এ রকম তথ্য উঠে এসেছে। সর্বশেষ নিউজপোল জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ ভোটার মনে করে এক্ষেত্রে প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল সংসদ পুনরায় শুরু হলে এ বিষয়টি সংসদে উত্থাপন করার জন্য ট্রেজারার জিম চ্যালমার্স প্রস্তুত।
- ইউনাইটেড নেশন’স প্যালেস্টিনিয়ান রিফিউজি এজেন্সি বা UNRWA এর কিছু কর্মচারী গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় অংশ নিয়েছিল, এ রকম অভিযোগের তদন্ত করছে অস্ট্রেলিয়া। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি। এই সহায়তা সংস্থাটির জন্য অর্থায়ন স্থগিত করেছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা-সহ আরও কয়েকটি দেশ।
- গত শনিবার ব্রিসবেনের কাছে একটি শপিং সেন্টার কার পার্কে একজন বয়স্ক মহিলাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিস্ট এক ব্যক্তির অনুসন্ধান করছে পুলিস। ৭০ বছর বয়সী সেই মহিলা তার নাতনির সঙ্গে ইপসউইচের কাছে রেডব্যাংক প্লেইনসে বাজার করার পর, সেখানে আন্ডারগ্রাউন্ড কার পার্কে এক ব্যক্তি তার বুকে ছুরিকাঘাত করে।
- ইরাক, সিরিয়া এবং ইয়েমেনে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গ্রুপগুলোকে তারা আরও হামলা চালাতে চায়। শনিবার রাতে ইয়েমেনের ১৩টি স্থানে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ৩৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া-সহ মিত্ররা।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









