আজকের শীর্ষ খবর:
- সুদের হার টানা তৃতীয় মাসের মতো অপরিপর্তিত, অর্থাৎ, ৪.১ শতাংশে, রাখা হয়েছে। এটি ছিল রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া বা আর-বি-এ এর বিদায়ী গভর্নর ফিলিপ লোইর শেষ মিটিং। বেশিরভাগ অর্থনীতিবিদ অবশ্য এ রকম সিদ্ধান্তই তার কাছে আশা করেছিলেন।
- আসিয়ান এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি।
- স্কুলের বাইরে থেকে অপহরণের চেষ্টা করা হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরকে। গতকাল সোমবার বিকেলে মেলবোর্নের সাউথ-ইস্টে এই ঘটনা ঘটে।
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শস্য চুক্তি, যা ইউক্রেনকে কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে নিরাপদে শস্য রপ্তানি করার অনুমতি দেয়, তা পুনরুদ্ধার করা হবে না: যতক্ষণ না পশ্চিমারা রাশিয়ান কৃষি রপ্তানিকে সহজ করার জন্য তার বাধ্যবাধকতা পূরণ করে।
- ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ আগামী ১০ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন বলে জানিয়েছে ঢাকার ফরাসি দূতাবাস। দিল্লিতে আয়োজিত জি-২০ সম্মেলন হবে ৯ এবং ১০ সেপ্টেম্বর। এরপরই তিনি দ্বিপাক্ষিক সফরের জন্য ঢাকায় যাবেন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









