আজকের শীর্ষ খবর:
- ক্যান্সার ধরা পড়ায় এ বছর কিং চার্লসের অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। বাকিংহাম প্যালেস জানিয়েছে যে, ক্যান্সারের নিয়মিত চিকিৎসা শুরু করেছেন রাজা। আর, তিনি জনসমক্ষে তার সরকারি দায়িত্ব-পালন থেকে বিরত থাকবেন। এ বছরের শেষের দিকে রাজা ও রানী ক্যামিলা অস্ট্রেলিয়া সফর করবেন বলে আশা করা হয়েছিল।
- অস্ট্রেলিয়ান লেখক ইয়াং হেনজুনকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। ন্যাশনালস সেনেটর ম্যাট ক্যানাভান সেজন্য চীনের কাছ থেকে দূরত্ব বজায় রাখার জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। ড. ইয়াংকে একটি স্থগিত মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়েছে, যা দু’বছর পর যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত হতে পারে। চরবৃত্তির অভিযোগে ২০১৯ সালে তাকে আটক করা হয়, যে অভিযোগ তিনি ক্রমাগতভাবে অস্বীকার করেন।
- কুইন্সল্যান্ডের একটি শপিং সেন্টারের বাইরে ৭০ বছর বয়সী এক নারী তার নাতনীর সামনে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত শনিবারের এই ঘটনায় এক কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহত সেই নারীর নাম ভিলিন হোয়াইট। এদিকে, ১৬ বছর বয়সী অভিযুক্ত সেই কিশোরকে ইপসউইচ কোর্টে হাজির করা হবে।
- আসন্ন ইসরায়েলি স্থল আক্রমণের আগে অন্য কোথাও যাওয়ার কথা ভাবছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ-তে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। মিশরীয় সীমান্তের কাছে রাফাহ্তে হামাস বাহিনীর উপরে একটি নতুন হামলার হুমকি দিয়েছে ইসরায়েলী সামরিক বাহিনী। এর আগে, এই এলাকাটিকে তারা সহিংসতা থেকে পালিয়ে আসা বেসামরিক ব্যক্তিদের জন্য একটি ‘নিরাপদ অঞ্চল’ মনোনীত করেছিল।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









