আজকের শীর্ষ খবর:
- সুদের হার আবার বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া বা আর-বি-এ। অফিসিয়াল ক্যাশ রেট ৪.১ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৩৫ শতাংশ করা হয়েছে। সুদের হার চার মাস ধরে রাখার পর আজ বাড়ানো হলো। ক্যাশ রেট বিগত ১২ বছরের মধ্যে এখন সর্বোচ্চ।
- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি। চীনের এই নেতার সঙ্গে তার ‘ইতিবাচক সময়’ কেটেছে বলেন তিনি। মিস্টার অ্যালবানিজি বলেন, তিনি এবং প্রেসিডেন্ট শি জিনপিং একমত হয়েছেন যে, উভয় দেশের জন্য একটি সুবিধাজনক সময়ে তিনি অস্ট্রেলিয়ায় সফরে আসবেন। এছাড়া, ফিরতি সফরে প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি-কে তিনি চীনে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন।
- অকাস প্রতিরক্ষা অংশীদারিত্বের অগ্রগতির পর্যালোচনা করতে অস্ট্রেলিয়ায় একটি প্রতিনিধি-দল পাঠিয়েছে বাইডেন প্রশাসন। অকাস চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ, নিউক্লিয়ার শক্তি-চালিত সাবমেরিন বিক্রয়ের বিষয়টি খতিয়ে দেখতে ক্যানবেরায় গিয়েছে প্রতিনিধি-দলটি।
- এবারে আন্তর্জাতিক খবর। গাজার বর্তমান পরিস্থিতিকে ‘মানবতার সঙ্কট’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এই উপত্যকাটি ‘শিশুদের জন্য কবরস্থানে’ পরিণত হয়েছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









