আজকের শীর্ষ খবর:
- ফার্স্ট নেশন্স কালচার ও তাদের ইতিহাস উদযাপনের জন্য, ৭ থেকে ১৪ই জুলাই নেইডক উইকে অংশ নিতে অস্ট্রেলিয়ানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বছরের থিম “কিপ দ্য ফায়ার বার্নিং! ব্লাক, লাউড অ্যান্ড প্রাউড” বলে জানিয়েছে ন্যাশনাল নেইডক কমিটি। অস্ট্রেলিয়াকে সমৃদ্ধ করে এমন ফার্স্ট নেশন্স সাংস্কৃতিক ঐতিহ্যকে স্বীকৃতি প্রদান, সংরক্ষণ এবং ভাগ করে নেওয়ার প্রতি জোর দেওয়া হবে এর মাধ্যমে।
- ন্যাটো সম্মেলনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ডিফেন্স মিনিস্টার রিচার্ড মার্লস। ১৯৪৯ সালে ন্যাটো প্রতিষ্ঠিত হওয়ার পর এর ৭৫ বছর পূর্তিতে, এই সামরিক জোটটির ৩২ জন সদস্য এবং অন্যরা মঙ্গলবার, ৯ জুলাই ওয়াশিংটন ডিসিতে মিলিত হচ্ছেন।
- অস্ট্রেলিয়ান গ্রিনস এর ডেপুটি লিডার মেহরীন ফারুকী বলেন, মুসলিম সম্প্রদায় প্রার্থী দিতে চায় এবং তারা বলে যে, তাদের কণ্ঠস্বর অনেক দিন ধরে উপেক্ষা করা হয়েছে। আর, এ নিয়ে বিস্মিত নন তিনি। এবিসি-র ইনসাইডার্স-এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন উদ্বেগ সমাধানে ব্যর্থ হচ্ছে প্রধান দলগুলো। আর, তারা অভিবাসী সম্প্রদায়গুলোকে ‘টোকেন’ হিসেবে ব্যবহার করছে বলেও উদ্বেগ প্রকাশ করেন মিজ ফারুকী।
- হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে তারা। হামাস তাদের গুরুত্বপূর্ণ দাবি বাদ দিয়েছে যে, তারা চুক্তি স্বাক্ষরের আগে, ইসরায়েলকে প্রথমে স্থায়ী যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









