আজকের শীর্ষ খবর:
- অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের নেতৃত্বে পরিবর্তন ঘোষণা দিয়েছে ফেডারাল সরকার। এডিএফ-এর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল ডেভিড জনস্টন এবং তার ডেপুটি হিসেবে এয়ার মার্শাল রবার্ট চ্যাপম্যানের নাম ঘোষণা করা হয়েছে। জুলাই মাসে তারা দায়িত্ব গ্রহণ করবেন।
- প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি বলেছেন, অকাস চুক্তির দ্বিতীয় পর্যায়ে সহযোগিতা করার জন্য জাপান একটি ভাল প্রার্থী। ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে ২০২১ সালে অকাস গঠন করে। এর প্রথম স্তম্ভ হিসেবে, অর্থাৎ, প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সরবরাহ করার কথা। আর, দ্বিতীয় স্তম্ভ হিসেবে সামরিক প্রযুক্তি ভাগাভাগি এবং কোয়ান্টাম কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার প্রযুক্তিতে সহযোগিতার ক্ষেত্রে দৃষ্টি নিবদ্ধ করা হবে।
- ২০৩৫ সালের মধ্যে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি বিক্রয় নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে ক্লাইমেট কাউন্সিল। তাদের মতে, ২০৩০ সালের মধ্যে পরিবহন খাতে কার্বন নিংসরণ অর্ধেকে নামিয়ে আনার সামর্থ্য আছে অস্ট্রেলিয়ার।
- রাফাতে স্থল আক্রমণের জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তবে, এটি ঠিক কবে, সেটা তিনি বলেন নি। এদিকে, রাফাতে সামরিক অভিযানের বিরোধিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের একজন মুখপাত্রী বলেন, সেখানে এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে। অভিযান চালানো হলে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিবে।
- শাওয়ালের চাঁদ যদি আজকে দেখা যায়, তাহলে আগামীকাল বুধবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিকে, সৌদি আরব কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে, বুধবার সেখানে ঈদ হবে। আর, ফতোয়া কাউন্সিলের ঘোষণা অনুসারে, অস্ট্রেলিয়ায়ও বুধবার ঈদ উদযাপিত হবে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।