গুরুত্বপূর্ণ দিকগুলো
- দ্রুত জরিমানা শোধ করা বা প্রয়োজনে সাহায্য নেয়া আপনাকে অপ্রয়োজনীয় সমস্যা এবং খরচ থেকে বাঁচাবে।
- আপনি অস্ট্রেলিয়ায় কোথায় থাকেন এবং অপরাধের প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন সরকারী সংস্থা জরিমানা কার্যকর করে
- খেলাপি জরিমানার জন্য আইন প্রয়োগকারী পদক্ষেপের মধ্যে সাধারণত সম্পত্তি বাজেয়াপ্ত করা বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ কাটার মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত।
দ্রুত জরিমানা শোধ করা বা প্রয়োজনে সাহায্য নেয়া আপনাকে অপ্রয়োজনীয় সমস্যা এবং খরচ থেকে বাঁচাবে।
কোন জরিমানা পত্র ইনফ্রিঞ্জমেন্ট নোটিশ নামেও পরিচিত, যা আইন ভঙ্গ করার শাস্তি।
বিভিন্ন নিয়ম লঙ্ঘন বা অপরাধের জন্য জরিমানা করা হতে পারে যা বিভিন্ন স্টেট ও টেরিটরি ভেদে আলাদা।
ট্রাফিক, পার্কিং এবং পরিবহন-সম্পর্কিত নিয়ম লঙ্ঘন বা অপরাধগুলি হল সবচেয়ে সাধারণ লঙ্ঘন যার জন্য জরিমানা করা হয়।
তবে ইউনিভার্সিটি অফ উলংগং আইনের অধ্যাপক জুলিয়া কুইল্টার বলেন, জুড়ি ডিউটিতে অনুপস্থিতি বা ভোট দেয়া থেকে বিরত থাকাও নিয়ম লঙ্ঘন।

আপনি অস্ট্রেলিয়ায় কোথায় থাকেন এবং অপরাধের প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন সরকারী সংস্থা জরিমানা কার্যকর করে এবং পরিচালনা করে। প্রয়োগ প্রক্রিয়াও ভিন্ন হতে পারে।
সাধারণত, ইনফ্রিঞ্জমেন্ট নোটিশ জারি করার পরে, ব্যক্তির কাছে জরিমানা প্রদান করার বা সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে রিভিউ চাওয়া বা আদালতে গিয়ে নোটিশের বিরোধিতা করার বিকল্প থাকে।
কিন্তু ড. কুইল্টার বলেন, আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বেশিরভাগ লোকের তাদের পরিস্থিতি সাবধানে বিবেচনা করা উচিত।
তিনি বলেন, "জরিমানা আসলে একটি ফৌজদারি অপরাধ। যদি আপনি এটি পরিশোধ করেন, তবে এটি আপনার রেকর্ডে যাবে না। কিন্তু আপনি যদি আদালতে এটি মোকাবেলা করেন, এবং যদি এটি বহাল থাকে, তাহলে এটি আপনার অপরাধমূলক রেকর্ড হিসেবে রয়ে যাবে। অনেকেই আসলে তা বুঝতে পারে না। তারা ভাবে 'আমাকে জরিমানা করা হয়েছে - আমি আদালতে যাব!' কিন্তু বাস্তবতা হচ্ছে, যে কারণে কাউকে জরিমানা করা হয় তার বিরুদ্ধে যুক্তি দেয়া খুব কঠিন।"
তবে লিগ্যাল এইড নিউ সাউথ ওয়েলসের সলিসিটর এবং জরিমানা বিশেষজ্ঞ কার্স্টি হ্যারিসন বলেন যে আদালতে এ বিষয়গুলো মোকাবেলা করতে গেলে অতিরিক্ত খরচ এবং জরিমানা আরও গুরুতর হতে পারে।
তিনি বলেন, "যারা ভিসা নিয়ে আছেন তাদের অবশ্যই আদালতে যাওয়ার আগে আগে আইনি পরামর্শ নেওয়া উচিত কারণ তারা আদালতে হেরে গেলে বা দোষী সাব্যস্ত করা হলে তাদের ভিসার আচরণগত শর্ত লঙ্ঘন হতে পারে।"
খেলাপি জরিমানার মেয়াদ শেষ হয় না এবং এজন্য বিলম্ব ফী দিতে হতে পারে যা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে।
আপনার স্টেট বা টেরিটোরিতে জরিমানা সংগ্রহের জন্য নিযুক্ত সরকারী সংস্থা কিস্তিতে আপনার জরিমানা পরিশোধ করার বিকল্প দিতে পারে।
উদাহরণস্বরূপ, নিউ সাউথ ওয়েলসে কিস্তিতে জরিমানা দেয়ার জন্য বা অন্যান্য বিকল্পের জন্য যোগ্য কীনা তা জানতে রেভেনিউ এনএসডাব্লিউ-তে আবেদন করতে পারেন।
মিজ হ্যারিসন বলেন, স্থানীয় কমিউনিটি লিগ্যাল সেন্টার অথবা আপনি যদি নিউ সাউথ ওয়েলসে থাকেন তবে ল' অ্যাক্সেসের সাথে যোগাযোগ করতে পারেন।
খেলাপি জরিমানার জন্য বিভিন্ন স্টেট বা টেরিটরি ভেদে আলাদা হতে পারে। তবে আইন প্রয়োগকারী পদক্ষেপের মধ্যে সাধারণত সম্পত্তি বাজেয়াপ্ত করা বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ কাটার মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত।
ফাইনস ভিক্টোরিয়া হচ্ছে এই স্টেটের ইনফ্রিঞ্জমেন্ট এবং কোর্ট ফাইন সংক্রান্ত প্রশাসন ও প্রয়োগকারী সরকারী সংস্থা এবং এর ভারপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি ক্রেগ হাওয়ার্ড কেউ জরিমানা খেলাপি হলে কী হতে পারে সে সম্পর্কে বলেন, কেউ যদি ফী না দেন তাহলে নতুন ফী যোগ হবে, এর পাশাপাশি সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
এনফোর্সমেন্ট অ্যাকশনের মধ্যে আছে, শেরিফরা আপনার গাড়ির চাকা আটকাতে পারে বা নিবন্ধন স্থগিত করতে বা ড্রাইভার্স লাইসেন্স স্থগিত করতে পারে।

মিজ হ্যারিসন বলেন যে অনেক লোকই জানেন না যে সরকারি এজেন্সিগুলো এমনকি গাড়ি চালানো সম্পর্কিত নয়, যেমন ভোট না দেয়ার মত ইনফ্রিঞ্জমেন্ট খেলাপি হলেও ড্রাইভারস লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারে।
খেলাপি জরিমানাগুলির প্রভাব তরুণদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ তারা লার্নার পারমিটের জন্য আবেদন করতে বা ড্রাইভিং কোর্স করতে অনুমতি নাও পেতে পারে।
ড. কুইল্টার বলেন এই সমস্যা ওই পরিবারের জন্যও সংকট তৈরী করতে পারে।

মি. হাওয়ার্ড বলছেন ভিক্টোরিয়াতে আপনার বিরুদ্ধে একটি ভুল জরিমানা হলে সংশোধন করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ।
মি. হাওয়ার্ড বলছেন, হয়তো ট্রাফিক ক্যামেরা ফাইনটি আপনার নামে এসেছে, কিন্তু আপনি তখন গাড়িটি চালাচ্ছিলেন না। আপনি এজন্য প্রকৃত চালককে সুপারিশ করতে মাত্র ২৮ দিন সময় পাবেন। এজেন্সি সেটি গ্রহণ করলে আপনার নাম বাদ দিয়ে ওই চালকের নামে জরিমানার নোটিশ দেবে। এজন্য এখানে সময় গুরুত্বপূর্ণ।

তিনি বলছেন, "কোন জরিমানা উপেক্ষা করা ভাল ধারণা নয়, জরিমানার মেয়াদ শেষ হয় না, এবং সেগুলি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। জরিমানাটি যত বেশি সময় খেলাপি থাকবে তত আকারে বৃদ্ধি পাবে এবং পরিশোধের বিকল্পও কমে যাবে এবং এনফোর্সমেন্ট একশনের সম্ভাবনাও বাড়বে।"

আপনি কি সম্প্রতি কোন জরিমানার নোটিশ পেয়েছেন? আপনার স্টেট বা টেরিটরির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে নিচের লিঙ্ক থেকে খুঁজুন।
- Western Australia
- Queensland
- Victoria
- NSW
- Northern Territory
- South Australia
- Australian Capital Territory
- Tasmania
সম্পূর্ণ অডিও প্রতিবেদনটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ার বাটনে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।











