গত ২৯ অক্টোবর ২০২২, শনিবার সিডনির ওয়েন্টওয়ার্থভিলে অনুষ্ঠিত হয়ে গেল দিওয়ালী উৎসব। এর আয়োজনে ছিল কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল। এই উপলক্ষে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেন ডেপুটি মেয়র সুমন সাহা।
সুমন সাহার সাক্ষাৎকারে উঠে এসেছে ডেপুটি মেয়র হিসেবে তার বিভিন্ন দায়িত্ব ও চ্যালেঞ্জের কথা।
তিনি বলেন, কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এলাকা অস্ট্রেলিয়ার অন্যতম একটি বহুসাংস্কৃতিক এলাকা। সবার কথা শুনতে চান সুমন সাহা। তিনি বলেন, “আমি কিন্তু শুধুমাত্র বাংলাদেশী কমিউনিটির জন্য কাজ করছি না”।

ডেপুটি মেয়র হিসেবে নতুন ভূমিকায় তার দায়িত্ব আগের তুলনায় অনেক বেড়েছে, বলেন সুমন সাহা।
কাউন্সিলর সুমন সাহার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।







