যে কোন উৎসবের সময়কে সাধারণত মানবিকতা ও শুভেচ্ছার বার্তা ছড়িয়ে দেওয়ার সময় হিসেবে দেখা হয়। তবে ডেনমার্কে সহমর্মিতা ও সহানুভূতির মতো গুণ শেখা ও চর্চা করা সারা বছরের একটি ধারাবাহিক প্রক্রিয়া।
১৯৯৩ সাল থেকে ছয় থেকে ১৬ বছর বয়সী সব ডেনিশ শিক্ষার্থী স্কুল কারিকুলামের মাধ্যমে সামাজিক ও আবেগীয় শিক্ষা গ্রহণ করছে।
জেসিকা জোয়েল আলেকজান্ডার একজন প্যারেন্টিং বিশেষজ্ঞ ও সাংস্কৃতিক গবেষক, যিনি বিশেষভাবে ডেনিশ প্যারেন্টিং পদ্ধতি নিয়ে কাজ করেন।
ডেনমার্কের মানুষ বিশ্বাস করে, আপনি যদি ভালো না অনুভব করেন, তাহলে ভালোভাবে শেখাও সম্ভব নয়। তাই তারা মনে করে, একটি শ্রেণি দল হিসেবে কেমন অনুভব করছে, তা নিশ্চিত করতে সময় দেওয়া খুবই জরুরি। তাদের আরও একটি দৃঢ় বিশ্বাস হলো, আমাদের সুস্থতার সাথে আমাদের অন্তর্ভুক্তির অনুভূতি এবং অন্যদের সঙ্গে আমরা কতটা ভালোভাবে মিশতে পারছি তার সঙ্গে গভীরভাবে জড়িত।জেসিকা জোয়েল আলেকজান্ডার, প্যারেন্টিং বিশেষজ্ঞ ও সাংস্কৃতিক গবেষক
কিছু গবেষক এই ডেনিশ সহানুভূতি-শিক্ষা পদ্ধতিকে বেশি মানসিক দৃঢ়তা, সামাজিক সংযুক্তি এবং উন্নত শিক্ষার ফলাফল বলে মনে করছেন।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, নর্ডিক দেশগুলো আবারও সুখের তালিকায় শীর্ষে রয়েছে। এই তালিকার প্রথম চারটি স্থানে আছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন।
অস্ট্রেলিয়া রয়েছে একাদশ স্থানে, যুক্তরাষ্ট্র ২৪তম। ভালো থাকার অনুভূতি হ্রাসের একটি কারণ হিসেবে সামাজিক বিচ্ছিন্নতার কথা উল্লেখ করা হয়েছে।
ফিচারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে।
এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন।
ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।
আরও দেখুন

পোস্টকার্ডের যুগ কি চলে গেল?








