ড. শিবাব রহমান বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আপাতত সরাসরি কোনো প্রভাব দেখছেন না অস্ট্রেলিয়ার নিরাপত্তার ক্ষেত্রে। তবে তার মতে, “স্পষ্টত, অস্ট্রেলিয়ার জন্য দীর্ঘমেয়াদী উদ্বেগ আছে”।
এই অঞ্চলে চীনের আগ্রাসনের বিষয়ে বলেন তিনি,
“আপাতত সরাসরি কোনো প্রভাব নেই; তবে, যদি চীনের আগ্রাসন বেড়ে যায় এই রিজিওনে, তখন অস্ট্রেলিয়া কিন্তু এতে প্রভাবিত হবে।”
তার মতে, অস্ট্রেলিয়া চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। কিন্তু, সেটা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসনকে উপেক্ষা করার বিনিময়ে নয়।”
[[{"fid":"2117145","view_mode":"body_content","uuid":"af91a039-403f-4c4d-b7d3-cd469a176540","type":"media","attributes":{"height":"700","width":"466","alt":"Dr RAHMAN, Shibaab Lecturer in Project Management","title":"ড. শিবাব রহমান বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আপাতত সরাসরি কোনো প্রভাব দেখছেন না অস্ট্রেলিয়ার নিরাপত্তার ক্ষেত্রে।","class":"media-element file-body-content"}}]]
ড. শিবাব রহমানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









