অস্ট্রেলিয়ায় প্রতিদিন ক্যান্সার ধরা পড়ে প্রায় বিশ জনের, কিন্তু খুব কম মানুষই এর লক্ষণ আগে থেকে টের পায়

Renae thought she had tonsillitis - but it was a form of cancer (SBS).jpg

Renae thought she had tonsillitis - but it was a form of cancer.

ব্লাড ক্যান্সার লিম্ফোমার প্রকোপ বাড়ছে অস্ট্রেলিয়ায় এবং বিশ্বজুড়ে। আর এ কারণেই সকলের এই রোগের লক্ষণগুলো নিয়ে আরও বেশি সচেতন হওয়া দরকার।


রেনে উটেনের বয়স ২৯ বছর।

তাঁর ধারণা ছিল শারীরিকভাবে তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং খুব শীঘ্রই একটি পরিবার শুরু করার স্বপ্ন দেখছিলেন।

কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন।

গত অক্টোবরে তিনি ডাক্তারের কাছে যান, ভেবেছিলেন যে তাঁর টনসিলাইটিস হয়েছে।

কিন্তু পরীক্ষা-নীরিক্ষার পরে জানা গেল, আসলে তাঁর যেটি হয়েছে সেটি হচ্ছে নন-হজকিনস লিম্ফোমা নামের এক ধরণের ব্লাড ক্যান্সার।

প্রতিদিন প্রায় বিশজন অস্ট্রেলিয়ানের কোনো না কোনো ধরণের ক্যান্সার ধরা পড়ে। রেনে-ও ছিলেন তাঁদেরই একজন।

তিনি বলেন, এই রোগ ধরা পড়াটা তাঁর জন্যে ছিল একেবারেই আকস্মিক ও অপ্রত্যাশিত।
মিজ উটেন শুরু থেকে শেষ পর্যন্ত ক্যান্সারের সাথে তার লড়াইয়ের সব কিছু নথিভুক্ত করে রেখেছেন।

রোগ ধরা পড়ার খবর তাঁর ভেতরে নানা অচেনা অনুভূতির সূত্রপাত ঘটিয়েছিল।

ক্যান্সার ধরা পড়ার প্রায় চার সপ্তাহ পর থেকে তিনি ছয় রাউন্ডের কেমোথেরাপি নেয়া শুরু করেন।

অস্ট্রেলিয়ার অধিবাসীদের প্রতি ১০ জনের মধ্যে সাতজন রক্তের ক্যান্সারের লক্ষণ ও উপসর্গগুলো আগে থেকে চিনতে পারে না এবং ব্লাড ক্যান্সারের জন্যে আলাদা করে তেমন কোনো স্ক্রিনিং প্রোগ্রামও প্রচলিত নেই।

ক্রিস টান্টি লিউকেমিয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

তিনি বলেন, স্ক্রিনিং প্রোগ্রামের অনুপস্থিতি বিশেষ করে সেইসব অস্ট্রেলিয়ানদের জন্যে বিষয়টি কঠিন করে তোলে যারা ইংরেজিভাষী নয়।

নন-হজকিন্স লিম্ফোমার লক্ষণগুলির মধ্যে অন্যতম হচ্ছে, লিম্ফ নোডের ব্যথাহীন ফোলাভাব, জ্বর ও রাতে ঘাম দিয়ে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া।

লিউকেমিয়া ফাউন্ডেশন ২০০০ সাল থেকে এখন পর্যন্ত ব্লাড ক্যান্সারের গবেষণায় প্রায় ৫০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ বরাদ্দ করেছে।

মি. টান্টি বলেন, এর ফলে আমরা সর্বোত্তম ফলাফল প্রত্যাশা করতে পারছি।

লিউকেমিয়া ফাউন্ডেশান ২০৩৫ সালের মধ্যে সেই লক্ষ্য পূরণ করতে চায়।

আর গতমার্চ মাসে, রেনে উটেনও তাঁর নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণ করেছেন।

চিকিৎসার পরে তাঁর টেস্টের ফলাফলে জানা গেছে যে তিনি ক্যান্সার-মুক্ত।

রেনে উটেন এখন তাঁর নিজের গল্প সকলের সাথে ভাগ করে নিয়ে অন্যদেরও এই যাত্রায় সাহসী করে তুলতে বদ্ধপরিকর।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand