মেলবোর্ন থেকে দূরে - গিপসল্যান্ড অঞ্চলের মনোরম শহর সেল-এর ভ্রমণ গাইড

WhatsApp Image 2025-07-06 at 21.39.07.jpeg

Although small, Sale is known for its history and natural beauty. Credit: SBS

এসবিএস বাংলার বিশেষ আয়োজনে শ্রোতা-পাঠকদের পরিচয় করানো হলো মেলবোর্ন শহর থেকে ভিক্টোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের এক অনন্য প্রাকৃতিক গন্তব্য—সেল শহরের সঙ্গে, যা গিপসল্যান্ড অঞ্চলে অবস্থিত।


এই পর্বে তুলে ধরা হলো কীভাবে সেল শহরে পৌঁছানো যায়, কী কী দর্শনীয় স্থান রয়েছে সেখানে, আর কী ধরনের খাবার উপভোগ করা যায়—সব মিলিয়ে এক রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা।

কীভাবে সেল শহরে পৌঁছাবেন?

মেলবোর্ন থেকে সেল শহরের দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার। গাড়ি চালিয়ে যেতে হলে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। সবচেয়ে সুবিধাজনক পথ হলো প্রিন্সেস ফ্রীওয়ে বা এম ওয়ান (Princes Freeway - M1)। যাত্রাপথে দেখা মেলে সবুজ খামারবাড়ি, পাহাড়ি বন আর মনোরম ছোট ছোট শহর।

যাঁরা গণপরিবহন পছন্দ করেন, তাঁরা ভি লাইন (V/Line) ট্রেনে মেলবোর্নের সাদার্নক্রস স্টেশন থেকে সরাসরি সেল শহরে যেতে পারেন। সময় লাগে প্রায় ৩.৫ থেকে ৪ ঘণ্টা। এ পথে যাত্রাও অত্যন্ত মনোরম—একদিকে ঘন বন, অন্যদিকে লেকের ঝিলিক।

সেল শহরের দর্শনীয় স্থানসমূহ

ছোট হলেও সেল শহর তার ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত।

সেল বোটানিক গার্ডেনস (Sale Botanic Gardens): শহরের কেন্দ্রে অবস্থিত এই বোটানিক গার্ডেন পাখির কলতান, লেকের ধারে হাঁসেদের ভেসে বেড়ানো ও ছায়াঘেরা গাছগাছালির জন্য শান্ত সময় কাটানোর আদর্শ স্থান।

লেক গাথরিজ (Lake Guthridge) ও লেক গুয়াট (Lake Guyatt): পাশাপাশি অবস্থিত এই দুটি লেক শহরের প্রাণ। হাঁটাহাঁটি, ফটোগ্রাফি কিংবা আরাম করে বসে থাকার জন্য একেবারে উপযুক্ত।

Sale Wetlands & Boardwalk: প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য স্থান। এখানে রয়েছে নানা প্রজাতির পাখি। সূর্যাস্তের সময় এই পথ ধরে হাঁটা এক স্বপ্নময় অভিজ্ঞতা।

Heritage Cruises on the Thomson River: ইচ্ছা হলে স্থানীয় গাইডের সঙ্গে ছোট নৌকা ভ্রমণেও অংশ নেওয়া যায়। এই ক্রুজে জানা যায় সেল শহরের ঔপনিবেশিক ইতিহাস ও নদীকেন্দ্রিক জীবনধারার গল্প।
গিপসল্যান্ডের অন্যান্য দর্শনীয় স্থান

গিপসল্যান্ড অঞ্চল তার বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খ্যাত।

Wilsons Promontory National Park: ভিক্টোরিয়ার দক্ষিণতম প্রান্তে অবস্থিত এই পার্কটি পাহাড়, বন এবং সমুদ্র সৈকতের অসাধারণ সমন্বয়। হাইকিং, ক্যাম্পিং ও বন্যপ্রাণী পর্যবেক্ষণের জন্য জনপ্রিয়।

Ninety Mile Beach: বিশ্বের অন্যতম দীর্ঘ অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত। এখানে সাঁতার, মাছ ধরা ও সূর্যাস্ত উপভোগ করা যায়।

Gippsland Lakes: অস্ট্রেলিয়ার বৃহত্তম অভ্যন্তরীণ জলাশয় নেটওয়ার্ক। বোটিং, কায়াকিং এবং পাখি দেখার জন্য আকর্ষণীয়।

Tarra Bulga National Park: ঠান্ডা বৃষ্টিবনের জন্য খ্যাত এই পার্ক হাইকিং ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের দারুণ সুযোগ দেয়।

Cape Conran Coastal Park: বন্য সৈকত, হিথল্যান্ড ও ব্যাংকসিয়া বনভূমির এক অনন্য মিশ্রণ। প্রকৃতি ভালোবাসেন যাঁরা, তাঁদের জন্য এক নিঃশব্দ স্বর্গ।
FUR SEALS
An undated supplied photo from the Victoria Police Media of an Australian Fur Seal. More than 40 seals were shot, and the majority killed, on Wednesday, Aug. 30, 2006, on Kanowna island, at the mouth of Tidal River about 13km south-west of Norman Bay, in the Wilsons Promontory National Park in Victoria. (AAP Image/Victoria Police Media) NO ARCHIVING, EDITORIAL USE ONLY Credit: PR IMAGE
গিপসল্যান্ডে অ্যাডভেঞ্চার ও আউটডোর কার্যক্রম

অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য গিপসল্যান্ড এক আদর্শ গন্তব্য। এখানে রয়েছে:

East Gippsland Rail Trail: ৯৬ কিলোমিটার দীর্ঘ এই পথ সাইক্লিং, হাইকিং ও ঘোড়ায় চড়ার জন্য উপযুক্ত।

Gippsland Lakes Discovery Trail: ইউক্যালিপটাস বন ও পুরনো গ্রানাইট খনির মধ্য দিয়ে পথচলার অভিজ্ঞতা মেলে।

Great Southern Rail Trail: এই পথ দুধ উৎপাদনকারী খামার ও ছোট ছোট শহরের মধ্যে দিয়ে নিয়ে যায়। হাইকিং ও সাইক্লিংয়ের জন্য দারুণ।
গিপসল্যান্ডের খাবার ও পানীয়

গিপসল্যান্ড তার তাজা খাদ্যপণ্য ও ওয়াইনের জন্য সুপরিচিত।

Gippsland Food and Wine Trail: এই ট্রেইল অনুসরণ করে ঘোরা যায় স্থানীয় ক্যাফে, রেস্তোরাঁ, ওয়াইনারি ও ব্রুয়ারিগুলো।

Portside Food + Wine (Sale): আধুনিক অস্ট্রেলিয়ান খাবার ও স্থানীয় সামুদ্রিক মাছ পরিবেশনের জন্য জনপ্রিয়।

The Criterion Hotel (Sale): গিপসল্যান্ডের বিখ্যাত গরুর মাংসের স্টেকের জন্য সুপরিচিত।

Narkoojee Winery: এই ওয়াইনারি পিনোট নয়ার ও শারডোনে ওয়াইনের জন্য খ্যাত।

সব মিলিয়ে বলা যায়, মেলবোর্নের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে শান্ত একটি অবকাশ কাটাতে চাইলে সেল শহর ও গিপসল্যান্ড অঞ্চল হতে পারে এক আদর্শ গন্তব্য। ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার ও খাবার—সব কিছু মিলিয়ে এই ভ্রমণ হবে এক অনন্য অভিজ্ঞতা।

সেল বা গিপসল্যান্ডে কেউ ঘুরে থাকলে, তাঁদের সেই অভিজ্ঞতা এসবিএস বাংলার সঙ্গে ভাগ করে নিতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এসবিএস বাংলার ফেসবুক পেজে

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
মেলবোর্ন থেকে দূরে - গিপসল্যান্ড অঞ্চলের মনোরম শহর সেল-এর ভ্রমণ গাইড | SBS Bangla