অস্ট্রেলিয়া সরকার অভিবাসীদের দীর্ঘমেয়াদে কাজ করতে এবং বসবাসের জন্য উৎসাহিত করতে নতুন রিজিওনাল ভিসা ঘোষণা করেছে

Australian Visa

Australian Visa Source: SBS

এই বছরের শুরুর দিকে, ফেডারেল সরকার অভিবাসীদের দীর্ঘমেয়াদে কাজ করতে এবং বসবাসের জন্য উৎসাহিত করতে নতুন রিজিওনাল ভিসা ঘোষণা করেছে। এই উদ্যোগকে নিউ সাউথ ওয়েলসের রিভারিনা অঞ্চলের বেশ কিছু কমিউনিটি স্বাগত জানিয়েছে, তাদের মধ্যে লিটন শহরের মতো বাসিন্দারাও আছেন। তবে তারা জনসংখ্যা বৃদ্ধির সুবিধার্থে ওই সব জনপদে আরও সহায়তার আহ্বান জানিয়েছে।


নিউ সাউথ ওয়েলস রিভারিনা অঞ্চলের  লিটন শহরের  নৈসর্গিক দৃশ্য কোন কোন নতুন বাসিন্দাদের জন্য অদ্ভুতভাবে পরিচিত: যেমন পাকিস্তানী অভিবাসী আলী হুসেনের কাছে। 

মিঃ হুসেন তার স্ত্রী আয়েশার সাথে যোগ দিতে পাঁচ মাস আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।

যদিও তিনি লিটনে ভালভাবে থিতু হয়েছেন,  তবে শুরুতে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে প্রথম বসবাস করতে তাকে বেশ সংগ্রাম করতে হয়েছিল। 

আরো পড়ুন:

মিঃ হুসেন রিজিওনাল অপর্চুনিটিজ অস্ট্রেলিয়ার সহায়তা পান। এটি একটি নতুন প্রতিষ্ঠিত সংস্থা যা অভিবাসীদের দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের জন্য  সহায়তা করে। 

প্রায় এক মিলিয়ন-চার শত -হাজার অভিবাসী ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় এসেছিলেন।

এর মধ্যে প্রায় ৮৬ শতাংশ বড় রাজধানী শহরগুলোতে স্থায়ী হয়েছেন - মাত্র ১৪ শতাংশ রিজিওনাল এলাকায় গেছেন। 

এই বছরের শুরুর দিকে, ফেডারেল সরকার রিজিওনাল এলাকাগুলোতে বসতি স্থাপনে  অভিবাসীদের উৎসাহ দেওয়ার জন্য নতুন ভিসা চালু করার ঘোষণা দিয়েছে।

ভিসার জন্য আবেদনকারীরা পার্মানেন্ট রেসিডেন্সি বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবার আগে তাদের চার বছরের জন্য বড় বড় শহরগুলির বাইরে থাকতে হবে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন যে, এই প্রক্রিয়ায় যেখানে জনবল প্রয়োজন হবে সেখানে তার ঘাটতি পূরণ হবে। 

উপরের অডিও প্লেয়ারটি ক্লিক করে বাংলায় পুরো প্রতিবেদনটি শুনুন


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now