গুরুত্বপূর্ণ দিকগুলো
- শিক্ষার্থীরা সোশ্যাল ওয়ার্ক, টিচিং, নার্সিং এবং মিডউইফরির মতো কোর্সের বাধ্যতামূলক ওয়ার্ক প্লেসমেন্ট-এর জন্য অর্থ পেতে যাচ্ছে।
- বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থী নারী হলেও অর্ধেক শিক্ষার্থীই জীবন যাত্রার ব্যয় মেটাতে পারে না বলে কোন একটি ডিগ্রি শুরু করে শেষ করতে পারে না।
- কারো গড় স্টুডেন্ট লোন ২৬,৫০০ হলে সে ছাড় পাবে ১২০০ ডলার।
আলবানিজি সরকার বলেছে যে শিক্ষা খাতে আরও সংস্কার আসছে, তবে সরকার আশা করছে, এই মুহূর্তে শিক্ষার খরচ কমানোর মতো উদ্যোগগুলি জীবনযাত্রার ব্যয়ের চাপ মোকাবেলায় সাহায্য করবে, পাশাপাশি ইক্যুইটি এবং শিক্ষার সুযোগ লাভের বাধাগুলি ভেঙে দেবে।
দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রী ১৯ বছর বয়সী অলিভিয়া স্টোকস এই বছরের শেষের দিকে তার ওয়ার্ক প্লেসমেন্ট-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে তিনি কিছুটা ভয় পাচ্ছেন, কারণ স্নাতক হওয়ার জন্য শিক্ষার্থীদের অবশ্যই ৮০০ ঘন্টা কাজের প্রয়োজনীয়তা সম্পূর্ণ করতে হবে, সেইসাথে তাকে নিজের চলার জন্য বাড়তি কাজও করতে হবে যা ভীষণ ক্লান্তিকর।
অলিভিয়া স্টোকস ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির শিক্ষার্থীদের নার্সিং অ্যান্ড মিডউইফরি সোসাইটির সদস্য।
তিনি বলেন যে অনেক শিক্ষার্থী ওয়ার্ক প্লেসমেন্ট-এর এই চাপ নিতে পারে না, তাই তারা ঝরে পড়ে, যা সত্যিই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। অথচ আমাদের আরও নার্সের প্রয়োজন।
ফেডারেল সরকার নিশ্চিত করেছে যে বিশ্ববিদ্যালয় সেক্টরের একটি বড় পর্যালোচনা* (ইউনিভার্সিটিস অ্যাকর্ডস) ফেব্রুয়ারিতে সম্পন্ন হয়েছে। এখন এর সুপারিশ সরকার গ্রহণ করবে যেখানে শিক্ষার্থীরা সোশ্যাল ওয়ার্ক, টিচিং, নার্সিং এবং মিডউইফরির মতো কোর্সের বাধ্যতামূলক ওয়ার্ক প্লেসমেন্ট-এর জন্য অর্থ পেতে যাচ্ছে।
প্লেসমেন্ট সময়কালে প্রতি সপ্তাহে পেমেন্ট দেয়া হবে ৩২০ ডলার করে।
তবে পেমেন্ট হবে মীনস - টেস্টেড এবং আগামী বছরের ১লা জুলাই থেকে কার্যকর হবে।
ফেডারেল সরকার ইউনিভার্সিটিস অ্যাকর্ডস পর্যালোচনার ৪৭ টি সুপারিশের পূর্ণ বাস্তবায়ন করবে, তারই অংশ হিসেবে নিম্ন আর্থ-সামাজিক পটভূমির শিক্ষার্থীরা যাতে উচ্চ শিক্ষায় প্রবেশ করতে পারে তা নিশ্চিত করার চেষ্টা করবে।জেসন ক্লেয়ার, ফেডারেল শিক্ষামন্ত্রী
এর ফলে প্রায় ৬৮,০০০ উচ্চশিক্ষার এবং ৫,০০০ ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণার্থীরা উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
ফেডারেল শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার বলেছেন যে ফেডারেল সরকার ইউনিভার্সিটিস অ্যাকর্ডস পর্যালোচনার ৪৭ টি সুপারিশের পূর্ণ বাস্তবায়ন করবে।
তিনি বলেন, তারই অংশ হিসেবে নিম্ন আর্থ-সামাজিক পটভূমির শিক্ষার্থীরা যাতে উচ্চ শিক্ষায় প্রবেশ করতে পারে তা নিশ্চিত করার চেষ্টা করবে।
একটি বিষয় লক্ষণীয় যে, অস্ট্রেলিয়ার নার্সদের ৮৮ শতাংশই মহিলা, অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাগুলিতেও একই লিঙ্গ অনুপাত রয়েছে৷
মিঃ ক্লেয়ার বলেছেন যে নতুন ব্যবস্থা লিঙ্গ সমতা আনার চেষ্টা করবে।
তিনি বলছেন, এখানে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থী নারী। তাছাড়া অর্ধেক শিক্ষার্থীই একটি ডিগ্রি শুরু করে শেষ করতে পারে না। কারণ তারা ডিগ্রি সম্পন্ন করতে গিয়ে জীবন যাত্রার ব্যয় মেটাতে পারে না।
ফেডারেল সরকার গত ৫ মে ঘোষণা করেছে যে ফেডারেল বাজেট থেকে ৩ বিলিয়ন ডলার মূল্যের স্টুডেন্ট লোনও মওকুফ করে দেবে।
এর অর্থ হচ্ছে কারো গড় স্টুডেন্ট লোন ২৬,৫০০ হলে সে ছাড় পাবে ১২০০ ডলার।
এক্ষেত্রে ইন্ডেক্সেশন পদ্ধতিটি নির্ধারণ করা হবে মুদ্রাস্ফীতির হার বা মজুরি মূল্য সূচকের মধ্যে যেটি কম তার ভিত্তিতে।
গত বছর, ভোক্তা মূল্য সূচক বেড়েছে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি, যার অর্থ স্টুডেন্ট লোন ৭.১ শতাংশ বেড়েছে মজুরি মূল্য সূচকের হার ৩.২ শতাংশের তুলনায়।
প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানিজি বলেছেন যে ফেডারেল বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমাতে ভারসাম্য রক্ষার দিকে মনোনিবেশ করবে - এবং সেইসাথে জাতীয় স্বার্থের বিষয়টিও থাকবে।
গ্রিফিথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ক্যারোলিন ইভান্স বলেছেন যে শিক্ষা ক্ষেত্রে এই সংস্কারগুলোর কথা বিশ্ববিদ্যালয় সেক্টরের দ্বারা দীর্ঘকাল ধরে বলা হয়েছে।
অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এটি এখন "প্লেসমেন্ট পোভার্টি" হিসাবে পরিচিতি পাচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের ডিগ্রী সম্পূর্ণ করতে হিমশিম খাচ্ছে বা অর্থাভাবে ভুগছে - বিশেষ করে সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় পটভূমির অভিবাসীরা এই সমস্যায় পড়ছে বেশি।ক্যারোলিন ইভান্স, ভাইস চ্যান্সেলর, গ্রিফিথ ইউনিভার্সিটি
তিনি বলেন যে বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার্থীদের সহায়তা করার জন্য এককালীন বার্সারি বা অনুদান প্রদানের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু এই সেক্টরে সমস্যাটির মাত্রা মোকাবেলা করার জন্য কোন অর্থ সংস্থান নেই।
"অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এটি এখন "প্লেসমেন্ট পোভার্টি" হিসাবে পরিচিতি পাচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের ডিগ্রী সম্পূর্ণ করতে হিমশিম খাচ্ছে বা অর্থাভাবে ভুগছে - বিশেষ করে সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় পটভূমির অভিবাসীরা এই সমস্যায় পড়ছে বেশি।"
ক্যারোলিন ইভান্স বলেন যে হেক্স (HECS) এবং হেল্প (HELP) স্টুডেন্ট লোন কমানো হলে ইক্যুইটি বা শিক্ষা ক্ষেত্রে সকলের সমান সুযোগের সম্ভাবনা বাড়বে। তবে তিনি বলেছেন যে ২০২১ সালের সিদ্ধান্তের** পুনর্বিবেচনা প্রয়োজন যেখানে স্টেম (STEM) সেক্টরে অধ্যয়নের জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মানবিক বিষয়ের ডিগ্রির ফি অসামঞ্জস্যপূর্ণভাবে বৃদ্ধি করা হয়েছিল।
"তথাকথিত জব রেডি গ্র্যাজুয়েটস প্রোগ্রামটি সামগ্রিকভাবে খুব বেশি পরিবর্তন করেনি। অনেক শিক্ষার্থী যারা আর্থিকভাবে আরও অনিশ্চিত পরিস্থিতিতে রয়েছে তাদের সম্ভবত এই মানবিক বিষয়ের ডিগ্রিগুলি থেকে নিরুৎসাহিত করা হচ্ছে - যা হওয়া উচিত নয়।"
হেলথ ওয়ার্কফোর্স অস্ট্রেলিয়ার গবেষণা থেকে দেখা যায় যে, বার্ধক্যজনিত এবং অন্যান্য অনেক কারণে কর্মক্ষম মানুষের সংখ্যা কমতে পারে। যেমন ২০২৫ সালের মধ্যে এক লাখেরও বেশি নার্সের ঘাটতি হতে পারে - যা ২০৩০ সালের মধ্যে বেড়ে দাঁড়াবে ১২৩,০০০-এ।
কুইন্সল্যান্ড সরকার একটি প্রোগ্রাম শুরু করেছে যেখানে নার্সিং এবং মিডউইফরি শিক্ষার্থীরা তাদের পড়াশোনার শেষ বছরে রিজিওনাল, গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলে ওয়ার্ক প্লেসমেন্টের জন্য ৫,০০০ ডলার পর্যন্ত পেতে পারে।
অলিভিয়া মনে করে এটি একটি ভাল ধারণা এবং অন্য স্টেটগুলিও এটি করতে পারে।
[[*অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিস অ্যাকর্ডের চূড়ান্ত প্রতিবেদনটি উচ্চশিক্ষা খাতের সমগ্র সিস্টেমের ইক্যুইটি এবং গুণমান নিশ্চিত করতে সংস্কারের জন্য ৪৭টি পদক্ষেপের সুপারিশ করেছে। এটি হেক্স বা হায়ার এডুকেশন কন্ট্রিবিউশন স্কিম-এর স্থপতি ইমেরিটাস অধ্যাপক ব্রুস চ্যাপম্যান সহ বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া মতামত।]]
[[**জব-রেডি গ্র্যাজুয়েট প্যাকেজ ২০২১ সালের জানুয়ারিতে লিবারেল-ন্যাশনাল জোটের মরিসন সরকার চালু করেছিলো।]]
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস সাউথ এশিয়ান-এ আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।









