শিহাব শাহীন ২০০১ সালে ‘ঘূর্ণি’ নাটকের মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৫ সালে ‘রমিজের আয়না’ দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
এ প্রসঙ্গে শাহীন বলেন, "সব সময়েই চাইতাম চ্যালেঞ্জ নিতে, ‘রমিজের আয়না’ ছিল অফিস বেজড সিরিয়াল, তখন অনেকেই বলেছে অফিসের ঘটনা নিয়ে সিরিয়াল চলবে নাকি?
"কিন্তু দর্শকদের কাছে এই সিরিয়ালটিই দারুণ সাড়া জাগিয়েছিল, কারণ তারা রমিজের মাধ্যমে নিজেকে দেখতে পেয়েছে। এই কাজটি ছিল আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ," বলেন তিনি।
এছাড়া তিনি রোমান্টিক ঘরানার বেশ কিছু নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য 'ভালবাসি তাই, ভালবেসে যাই' - "এটি ছিল বাংলাদেশে নির্মিত কর্পোরেট স্পন্সরড প্রথম কোন টেলিফিল্ম।"
এরপর তিনি অনেকগুলো সফল টেলিফিল্ম নির্মাণ করেছেন। ২০১৫ সালে তাঁর প্রথম চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।
এর ধারাবাহিকতায় তাঁর নির্মিত ওয়েব সিরিজগুলো তাঁকে ওটিটি প্ল্যাটফর্মে নতুন উচ্চতায় পৌঁছে দেয়, যার মধ্যে ‘সিন্ডিকেট’ ও ‘মাইসেল্ফ আলেন স্বপন’, 'গোলাম মামুন' উল্লেখযোগ্য।
তিনি অস্ট্রেলিয়ায় দুটি ওটিটি ফিল্ম নির্মাণ করেছেন 'বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি', এবং 'কাছের মানুষ দূরে থুইয়া'।
সাম্প্রতিককালে তার নির্মিত 'দাগী' ছবিটি বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও মুক্তি পায় যা দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হয়েছে।
শিহাব শাহীন তাঁর চলচ্চিত্র নির্মাণ ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।
তার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।