সুদ হার কমলেও রিজার্ভ ব্যাংকের গভর্নর মিশেল বুলক সতর্ক করেছেন যে, বৈশ্বিক পরিস্থিতি অপ্রত্যাশিত থাকায় সুদের হার আবারও বাড়তে পারে।
তিনি বলেন,"আমরা ধারণা করছি বছরের বাকি সময় এবং ২০২৬ পর্যন্ত বৈশ্বিক প্রবৃদ্ধি মন্থর হবে। উচ্চ শুল্ক এবং নীতি–অস্থিরতার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডে চাপ পড়ছে। পূর্বাভাস অনুযায়ী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা ও কর্মসংস্থান বৃদ্ধি বজায় রাখতে নগদ সুদের হার বর্তমানে যা আছে তার তুলনায় সামান্য কমতে হতে পারে। তবে এখনো অনেক অনিশ্চয়তা রয়েছে।”
অন্যদিকে, বাড়ির দাম ক্রমেই অধিকাংশ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় অস্ট্রেলিয়ার ক্রেতাদের জন্য সুদের হার কমানো কী স্বস্তি বয়ে আনবে, নাকি নতুন জটিলতা তৈরি করবে?

Mr. Hasan Talukder is a registered mortgage broker based in Melbourne. Credit: Hasan Talukder
তার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।