এ সপ্তাহের হাইলাইটস
- ভারতে শেষ হয়েছে জি-২০ সামিট। আগামী বছর সম্মেলন হবে ব্রাজিলে। এবারের সম্মেলনে আফ্ৰিকান ইউনিয়নকে সামিল করা সাফল্য বলে মনে করা হচ্ছে।
- অন্যদিকে, চীন এবং রাশিয়ান রাষ্ট্রপ্রধান, অর্থাৎ, প্রেসিডেন্টরা এবারের বৈঠকে হাজির না থাকলেও পরের বার যাতে থাকেন, তা নিশ্চিন্ত করতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
- এবারের বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অন্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের অন্তরঙ্গ আলাপচারিতা এবং মুহূর্ত অনেকের নজর কেড়েছে। এই যাত্রায় ভারতের সঙ্গে বাংলাদেশের ৩টি চুক্তিও হয়েছে।
- আর, আন্তর্জার্তিক ক্ষেত্রে জি-২০ এর আয়োজন ভারতের কেন্দ্রীয় সরকারকে অন্য মাত্রা দিলেও, দেশের মধ্যে বিরোধীরা নাম পরিবর্তনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করছেন। একইভাবে, পশ্চিমবঙ্গে রাজ্যদিবস এবং রাজ্যসংগীত নিয়েও জোর বিতর্ক হচ্ছে।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।







