এ সপ্তাহের হাইলাইটস
- ইসরায়েল -প্যালেস্টাইন যুদ্ধ বন্ধ নিয়ে ভারত জাতিসংঘের প্রস্তাবে ভোট না দেওয়ায় সরব হয়েছে দেশের বিরোধী দলগুলো।
- অন্যদিকে, এসসিও-র বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যা বলেছেন তাতে উন্নয়নের স্বার্থে ভারতের যথেষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে।
- এদিকে, ভারতের লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে শাসক এবং বিরোধীদের রাজনৈতিক বাদ-প্রতিবাদ।
- এই প্রথম রাহুল গান্ধী বলেছেন, তিনি বিজেপি-বিরোধী আন্দোলনের প্রধান মুখ, যা নিয়ে দেশের বিরোধী দলগুলো অদ্ভুত নীরবতা পালন করছে।
- আর পশ্চিমবঙ্গে, রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্য ও সরবরাহ মন্ত্রী তথা বর্তমানের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি গ্রেপ্তার করার পর আবার কোটি কোটি টাকা চুরির কথা সামনে আসছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









