এ সপ্তাহের হাইলাইটস
- তিস্তা এবং গঙ্গার জলবণ্টন নিয়ে ভারতের তরফে বাংলাদেশকে দেওয়া প্রস্তাব নিয়ে আপত্তি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, তিনি বাংলাদেশকে ভালোবাসেন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষতি করে নয়।
- একই সঙ্গে, রাজ্যকে এড়িয়ে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সঙ্গে কথা বলছে বলেও মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এদিকে, ভারতে ডাক্তারি এবং অধ্যাপনায় এন্ট্রান্স পরীক্ষা দুর্নীতির জেরে অচল হয়ে গিয়েছে ভারতীয় সংসদ।
- এর মধ্যে, দেশের মানুষ ধর্মনিরপেক্ষতার পক্ষেই ভোট দিয়েছেন বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
- আর পশ্চিমবঙ্গে রাস্তা দখল করে থাকা হকার উচ্ছেদকে কেন্দ্র করে রীতিমত বিব্রত মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবস্থা এমন সরকার প্রধান বলছেন, তাঁর দলের মন্ত্রী-কাউন্সিলর-নেতা-পুলিশ টাকা নিয়ে হকার বসাচ্ছে। আবার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ায় দুই দিনের মধ্যে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।








