এ সপ্তাহের হাইলাইটস
- ভারতে লোকসভার ভোটের পর তিস্তাসহ অন্য নদীর জলবণ্টন নিয়ে সদর্থক পদক্ষেপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তার প্রথম দিল্লি সফরে তার ইন্ডিয়ান কাউন্টারপার্ট এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মায়ানমার ইস্যুতেও কথা বলেছেন তিনি।
- এদিকে, লোকসভা নির্বাচনের আগেই দেশে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণার পর জোর বিতর্ক শুরু হয়েছে।
- অন্যদিকে, বিরোধী দল তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে, তাঁরা এক দেশ এক ভোটের প্রস্তাবের বিপক্ষে। আর ভারতের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নারসিম্হা রাও এবং চৌধুরী চরণ সিংহকে দেশের সর্বোচ্চ সম্মান, ভারতরত্ন বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে, ভারতরত্ন হিসেবে ঘোষণা করা হয়েছে বিখ্যাত কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথনকেও।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









