এ সপ্তাহের হাইলাইটস
- ভারতে অষ্টাদশ লোকসভা ভোটের চতুর্থ দফার ভোট গ্রহণ হচ্ছে আজ সোমবার। আর, এর মধ্যেই ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে বিদেশী রাষ্ট্রের নাকগলানোর অভিযোগে সরগরম রাজনীতি। আমেরিকা এবং রাশিয়ার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
- ওদিকে, অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আর, জেল থেকে বেরোনোর পর তাঁর দুটো কথা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এক, প্রধানমন্ত্রী থাকবেন না নরেন্দ্র মোদী; আর দুই, মোদী প্রধানমন্ত্রী হলে জেলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- আর, পশ্চিমবঙ্গে, সন্দেশখালিতে মেয়েদের ওপর শাসকদলের অত্যাচারের অভিযোগ এবং রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতার অভিযোগ এবং ভিডিও নিয়ে রাজনীতির জল ক্রমেই ঘোলা হচ্ছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস সাউথ এশিয়ান-এ আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।








