এ সপ্তাহের হাইলাইটস
- ইসরায়েল - প্যালেস্টাইনের মধ্যে চলমান সংঘাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ নিয়ে আবারো বিশ্বকে আরও সতর্ক হওয়ার কথা বলেছেন।
- সেইসঙ্গে, ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়ে দিয়েছেন, প্যালেস্টাইন প্রসঙ্গে ভারতের বিদেশনীতির কোন পরিবর্তন হয় নি।
- এর মধ্যে, অপারেশন অজয় নাম এক অভিযানের মাধ্যমে তেল আভিভে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনছে ভারত সরকার।
- এদিকে, জাতীয় রাজনীতিতে লোকসভার ভোটের দিন যতই এগিয়ে আসছে, জাত নিয়ে তত সোচ্চার হচ্ছেন বিরোধী দলগুলোর নেতারা। সেই সঙ্গে জোরালো হচ্ছে জাতের ভিত্তিতে জনগণনার দাবিও।
- আর এই সপ্তাহেই শুরু হচ্ছে দুই বাংলার দূর্গা পুজো বা শারদ উৎসব। কিন্তু, মাতৃ পক্ষের সূচনার আগে, মহালয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন পুজো বা উৎসবের সূচনা করেছেন তা নিয়ে সমালোচনা হচ্ছে খুব।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS








