এ সপ্তাহের হাইলাইটস
- যুদ্ধের আবহে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে সংঘাত বন্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। সেইসঙ্গে সংঘর্ষে অসংখ্য নিরীহ মানুষের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
- এর মধ্যে খবর, চলতি সপ্তাহে দিল্লিতে আসতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
- এদিকে, প্রতিবেশী মায়ানমারের অবস্থা অবনতি হওয়ার ফলে সেনা-সহ অন্তত পাঁচ হাজার মানুষ ভারতে আশ্রয় নিয়েছে বলে নিশ্চিত করেছে মিজোরাম প্রশাসন।
- আর কলকাতায়, বিখ্যাত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ডিসেম্বরের শেষে লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানকে ঘিরে ফের রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। এই অনুষ্ঠানে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
- অন্যদিকে, একটি হিন্দি সিনেমায় কাজী নজরুল ইসলামের গানের সুর বদল নিয়ে বিতর্কের মধ্যে কবি পরিবারের তৃতীয় প্রজন্ম মেনে নিচ্ছেন, উত্তরাধিকার এবং কপি রাইট নিয়ে তাঁদের নিজেদের মধ্যে বোঝাপড়ার সমস্যা রয়েছে।
রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে এসবিএস । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla Credit: SBS









