এ সপ্তাহের হাইলাইটস
- ভারতে লোকসভা নির্বাচনের ঠিক আগেই আবগারি দুর্নীতি গ্রেপ্তার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এর আগে তদন্তের জন্যে কেন্দ্রীয় এজেন্সী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে নয় বার জিজ্ঞাসাবাদের জন্যে তলব করলেও তিনি হাজির হন নি।
- স্বাধীন ভারতের ৭৫ বছরের ইতিহাসে তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় গ্রেপ্তার হলেন। স্বভাবতই বিষয়টি নিয়ে হৈ চৈ হচ্ছে। যেমনটা হচ্ছে ইলেকশন বন্ডে বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, প্রাপ্তির দিক থেকে প্রথম তিনে থাকা নিয়ে।
- অন্যদিকে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর, রাজনৈতিক দলের প্রাথীরা ভোট প্রচারে নেমে পড়েছেন। তাঁরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন, দেখা যাচ্ছে, মানুষ ঠিক উল্টোটা চাইছেন। তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামোর মতো বিষয়গুলি। রাজনৈতিক দলগুলোর দুর্নীতি চলে যাচ্ছে পিছনের সারিতে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









