এ সপ্তাহের হাইলাইটস
- ভারতজুড়ে অষ্টাদশ লোকসভা ভোটের পর্বের দ্বিতীয় দফার ভোটের পর তৃতীয় দফা হবে আগামী শুক্রবার। এদিকে যত দিন যাচ্ছে, ভোটারদের মন পেতে রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা অবাধে প্রতিশ্রুতি বিলিয়ে যাচ্ছেন, যা সাধারণ মানুষও বুঝতে পারছেন, স্রেফ ভোট পেতে এই সব বলা হচ্ছে।
- ভোটের প্রচারপর্বে, বক্তৃতায় নেতা নেত্রীরা যেভাবে অকথা-কুকথা বলছে, তা নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যাচ্ছে। বহুদিন আগে, পশ্চিমবঙ্গের রসিক কবি এবং সাংবাদিক শরৎচন্দ্র পণ্ডিত ওরফে দাদাঠাকুরের ভোট নিয়ে মজার ছড়া আলোচনায় আসতো। আবার তা ফিরে আসছে। জাতীয় স্তরেও এর খুব একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে না।
- এর মধ্যে, পশ্চিমবঙ্গে বেআইনি নিয়োগ মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়াটাও এখন ভোটের ইস্যু। আজ সোমবার বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে শুনানির জন্যে উঠতে পারে।









