এ সপ্তাহের হাইলাইটস
- রাশিয়া সফরের পর চলতি মাসেই ইউক্রেন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে দিল্লি ঘুরে গেছেন ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী ডেভিড ল্যামি।
- আর, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। কূটনৈতিক স্তরে বাংলাদেশের তরফে যে আপত্তি জানানো হয়েছে তা মেনে নিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।
- এদিকে, পশ্চিমবঙ্গের উত্তর অংশ, অর্থাৎ, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বঞ্চিত, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের জন্যে গঠিত পরিষদে অন্তর্ভুক্তির প্রস্তাব সামনে এসেছে। কেন্দ্রের শাসক দল বিজেপি নেতা-মন্ত্রীদের এই প্রস্তাবকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বাংলা ভাগের চক্রান্ত বলে বর্ণনা করেছে।
- ওদিকে আবার বাংলাদেশ লাগোয়া নদীয়া,মুর্শিদাবাদ জেলার সঙ্গে প্রতিবেশী ঝাড়খণ্ডের তিনটি জেলা নিয়ে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের দাবি উঠেছে। সব মিলিয়ে রাজনীতির হাওয়া গরম হচ্ছে।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।








