এ সপ্তাহের হাইলাইটস
- ভারতে অষ্টাদশ লোকসভা ভোটের সপ্তম দফার ভোট পশ্চিমবঙ্গে রক্তাক্ত হয়েছে। ব্যাপক বুথ দখল, মারধর, হুমকি, গাড়ি ভাঙচুরের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত-রক্তাক্ত হয়েছেন শাসক এবং বিরোধী দলের সমর্থকরা। ভোটের দিন রণক্ষেত্রের চেহারা নেয় সাম্প্রতিককালের আলোচিত সন্দেশখালি। এই অবস্থায় আগামীকাল মঙ্গলবার ভোট গণনা পর্ব শুরু হচ্ছে, যেখানে স্পষ্ট হয়ে যাবে আগামী ৫ বছরের জন্যে দিল্লি কার দখলে। নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্যে প্রধানমন্ত্রী হচ্ছেন নাকি ইন্ডিয়া জোটের কোন নতুন মুখ দেশের প্রধানমন্ত্রী হবেন, সেটাই এখন দেখার বিষয়।
- এর মধ্যে, ভারতে চালু হয়েছে সিএএ বা নাগরিকত্বের শংসাপত্র, যা নিয়ে বিরোধীরা খুবই হৈ চৈ করছেন।
- আর এলনিনোর প্রভাবে উত্তর ভারতের আবহাওয়া ব্যাপক পরিবর্তন হয়েছে। রাজধানী দিল্লিতে তাপমাত্রা ৫৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ওদিকে নাগপুরে তাপমাত্রার পারদ ৫৫ ডিগ্রির কাছে। স্বভাবতই তীব্র জলসঙ্কটে রাজধানী দিল্লি।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









