এ সপ্তাহের হাইলাইটস
- চলতি সপ্তাহে তিন দিনের সফরে ভারতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর।
- এদিকে, সরকার বিরোধী ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ নিয়ে এবার প্রশ্ন উঠেছে। ক’দিন আগেই, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একাই লোকসভা নির্বাচনে সব আসনে লড়াই করবে এবং জোট না হওয়ার জন্যে বামপন্থী দল সিপিএম-কে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই ইন্ডিয়া জোটের বড় শরিক কংগ্রেস আশা করেছে, মমতা নিজেই নিজের অবস্থান পরিষ্কার করবেন।
- এর মধ্যে, রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতি পদে বাধা দিচ্ছে বলে কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয়েছে। এই অবস্থায় তৃণমূলের তরফে রাহুল গান্ধীর যাত্রাকে অন্যায় যাত্রা বলেও কটাক্ষ করা হয়েছে। স্বভাবতই বিজেপি বলছে, রাজনীতিতে ভেসে থাকার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলী পদক্ষেপ নিচ্ছেন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









