এ সপ্তাহের হাইলাইটস
- ভারতে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ঘটনার তিন দিন পরেও হাসপাতালে অতি সংকটজনকদের মৃত্যুর খবর আসছে।
- এর মধ্যে, কার দোষে এই দুর্ঘটনা, সে প্রশ্নও উঠছে। বিরোধীরা দুর্ঘটনার জন্য সরকার পক্ষকে দায়ী করছেন। পাশাপাশি উঠে আসছে সিগনালিংয়ের সমস্যার সঙ্গে নাশকতার সন্দেহ। দেশের রেল যাতায়াতের জন্য কতটা নিরাপদ তা নিয়ে বিতর্ক হচ্ছে খুব।
- অন্যদিকে, দিল্লিতে আন্দোলনরত কুস্তিগিররা ঘোষণা করেছেন ৯ জুনের মধ্যে তাঁদের দাবি মানা না হলে আরও জোরদার প্রতিবাদ গড়ে তোলা হবে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









