এ সপ্তাহের হাইলাইটস
- ভারতজুড়ে এখন চলছে ভোটের প্রচারপর্ব। শাসক থেকে বিরোধীদলের নেতা নেত্রীরা প্রচারে কার্যত চরকি পাক খাচ্ছেন উত্তর থেকে দক্ষিণ। এবারের ৭ দফার ভোটের প্রথম দফায় ভোট হবে ১৯ এপ্রিল। স্বভাবতই প্রথম দু দফায় ভোট হবে এমন কেন্দ্রগুলোতে এখন প্রচারের ঝড় উঠেছে। জাতীয় থেকে স্থানীয় ইস্যু ঘুরে ফিরে আসছে প্রচারে। বড় সমাবেশ থেকে কর্মী বৈঠক, পদযাত্রা, রোড শো, বাড়ি বাড়ি জনসংযোগ, কিছুই বাদ যাচ্ছে না ভোট প্রচারের হাতিয়ার হিসেবে।
- এর মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে তোলা প্রশ্নে বিতর্ক বাড়ছে।
- ভারতের ভোট নিয়ে আমেরিকা এবং জার্মানি যে প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি তার কঠোর জবাবও দিয়েছে। সব মিলিয়ে বৈশাখের শুরুতে গরমের তেজ যত বাড়ছে ততই চড়ছে রাজনৈতিক তরজার পারদ।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









