আগামী বছর, ভারতের লোকসভা বা জাতীয় নির্বাচন হওয়ার কথা। তার আগে বিরোধীদের তরফে বি জে পি বিরোধী জোটের কাজ শুরু হলেও সেখানে কংগ্রেস -কে নেওয়া হবে কিনা, তা নিয়ে রীতিমতো মত পার্থ্যক রয়েছে অন্য দলগুলোর নেতৃত্বে।
এর মধ্যে সোনিয়া গান্ধী রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস, বি জে পি কে সুবিধা করে দিতে কাজ করছে।
আর, রাজ্য স্তরে নিয়োগ কেলেঙ্কারি নিয়ে জেরবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সমস্যা, ভাষা নিয়ে দলের অন্দরের বিতর্ক প্রকাশ্যে আসায়।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।







