এ সপ্তাহের হাইলাইটস
- আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে রাজনীতির জল ঘোলা হচ্ছে। জাতিসঙ্ঘ-সহ আমেরিকার মত দেশ এই বিষয়ে প্রতিক্রিয়া জানানোয় কড়া জবাব দিয়েছে ভারত। বলা হচ্ছে, বিষয়টি সম্পূর্ণ ভারতের অভন্তরীণ বিষয় এবং আইনের শাসন মেনেই যা হওয়ার হচ্ছে।
- ওদিকে, দিল্লির মুখ্যমন্ত্রীর জেলবাসের মেয়াদ বেড়েছে এবং তিনি কারারুদ্ধ অবস্থাতেই সরকার পরিচালনা করছেন, যা দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
- এর মধ্যে, ভারতে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর আদর্শ আচরণ বিধি চালু হয়েছে। তা সত্ত্বেও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধী দলের নেতাদের বিব্রত করা হচ্ছে বলে অভিযোগ তোলা হচ্ছে। ইতোমধ্যেই কংগ্রেস, সিপিআই, সিপিএম-এর মত দলগুলোকে বিপুল অংকের আয়করের নোটিশ দেওয়া হয়েছে।
- অন্যদিকে, ভোট লড়ার মত টাকা নেই বলে লোকসভা নির্বাচনে দল বললেও প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হন নি খোদ ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামান, যা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।