এ সপ্তাহের হাইলাইটস
- চলতি সপ্তাহেই ভারতে বহু প্রতীক্ষিত লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। তার আগে রাজনীতি স্বাভাবিকভাবেই সরগরম। বিরোধীরা প্রশ্ন তুলছেন, শাসকদল বিজেপি-র প্রচারের স্লোগান, সবাই মোদির পরিবার নিয়ে। পাল্টা জবাব দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- অন্যদিকে, কংগ্রেস দলের প্রথম পর্যায়ের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে রাহুল গান্ধী তাঁর পুরোনো আসন কেরালার ওয়নাডেই প্রার্থী হবেন। তবে দেশজুড়ে বিজেপি-র মোকাবিলায় বিরোধীদের ইন্ডি জোটের এক প্রার্থী দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা শেষপর্যন্ত কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
- এর মধ্যেই, ক'দিনের মধ্যে, নরেন্দ্র মোদী , চার বার পশ্চিমবঙ্গে প্রচারে এসেছেন এবং শাসকদল তৃণমূল কংগ্রেসের আমলে সন্দেশখালির ঘটনা নিয়ে কার্যত তোপ দাগছেন। পাল্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর চর্চায়, প্রচারে প্রধানমন্ত্রী মোদির মুখে বাংলায় কথা!
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS








