বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের অর্থনীতি যে অবস্থানে উপনীত হয়েছে এবং মানুষের আয়-উপার্জন যেভাবে বৃদ্ধি পেয়েছে এবং সেই সঙ্গে জীবনযাত্রার মান যেভাবে উন্নত হয়েছে তাতে সর্বজনীন পেনশন চালু করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।
তা না হলে একসময় সামাজিক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। কারণ, মানুষের উপার্জন বাড়ার সঙ্গে সঙ্গে উন্নত বিশ্বের মতো আমাদের দেশের মানুষও ভোগবাদী হতে শুরু করেছে। কিন্তু বিশাল জনসংখ্যার বাংলাদেশে সর্বজনীন পেনশন চালু করা মোটেই সহজ কাজ নয়।
কেমন হওয়া দরকার সর্বজনীন পেনশন স্কিমের রূপরেখা, কনট্র্রিবিউটরি নাকি নন-কনট্রিবিউটরি? এই পেনশন ব্যবস্থা চালু করতে অর্থের সংস্থান হবে কিভাবে? পেনশন সংস্থা গঠন প্রক্রিয়া, দায়দায়িত্ব, কার্যপ্রণালী, পেনশন তহবিল ব্যবস্থাপনার বিস্তারিত বিবরণ, পেনশন ফান্ড বিনিয়োগের শর্ত- ইত্যাদি নানা বিষয় নিয়ে এসবিএস বাংলার মুখোমুখি হয়েছিলেন কানাডার টরন্টো প্রবাসী ব্যাংকার ও সার্টিফায়েড অ্যান্টি-মানিলন্ডারিং স্পেশালিস্ট নিরঞ্জন রায়।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন









