চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন এসবিএস বাংলার সাথে কথা বলেছেন তাঁর চলচ্চিত্র নির্মাণের নানা বিষয় নিয়ে।
কামার আহমাদ সাইমনের অন্যান্য ছবির মধ্যে আছে 'নীলমুকুট', এবং 'শিকলবাহা' নামের আরেকটি ছবি যেটির কাজ শেষ পর্যায়ে।
'অন্যদিন' ছবিটি প্রসঙ্গে মি. কামার বলেন, এর আগে জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া বাংলাদেশের উপকূল অঞ্চল সুন্দরবনে তথা দক্ষিণবঙ্গের নদী ও মানুষদের নিয়ে নির্মিত চলচ্চিত্র 'শুনতে কী পাও' -এর পরিধি যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই 'অন্যদিন' ছবির শুরু এবং এর বিস্তৃতি শেষ হয় বাংলাদেশের রাজধানী ঢাকা পর্যন্ত - যেটি দেখে মনে হবে 'এক খন্ড বাংলাদেশ পানির উপর ভেসে বেড়াচ্ছে।'

ইতিমধ্যেই ছবিটির অস্ট্রেলিয়ান প্রিমিয়ার হয়েছে গত ১৪ই জুন দুপুর তিনটায় সিডনির সুবিশাল স্টেট থিয়েটারে, যেটি একটি হেরিটেজ লিস্টেড থিয়েটার। এরপর ১৮ই জুন দুপুর একটায় সিডনির ইভেন্ট থিয়েটারে আরেকটি শো হবার কথা রয়েছে।
এর আগে 'অন্যদিন'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বিশ্বের প্রথম সারির ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ডকুমেন্টারী ফিল্ম ফেস্টিভ্যাল, আমস্টারডামের (IDFA) তুসিনস্কি থিয়েটারে, যেখানে এটি ইন্টারন্যাশনাল কম্পেটিশন বিভাগে স্থান পায়। এছাড়া নিউইয়র্কের মিউজিয়াম অফ মুভিং ইমেজ (MoMI)-এর রেডস্টোন থিয়েটারেও ছবিটি প্রদর্শিত হয়।
কামার আহমাদ সাইমন তাঁর 'ওয়াটার ট্রিলজির' তৃতীয় ছবি 'আরো কিছু জীবন' নির্মাণ করবেন উত্তরবঙ্গের নদীগুলো নিয়ে যেগুলো মারা যাচ্ছে।

'বাংলাদেশ একটি বদ্বীপ...আমি যখন ভাবছিলাম এই জনপদের মানুষদের নিয়ে ছবি বানানোর, তখন দেখলাম এই গল্প বলতে গেলে পানি বা নদীকে বাদ দিয়ে বলতে গেলে অসম্পূর্ন থেকে যাবে,' 'ওয়াটার ট্রিলজী' বা জলত্রয়ী প্রসঙ্গে বলেন তিনি।
কামার আহমাদ সাইমনের আলাপচারিতার প্রথম পর্বটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটি শুনতে ক্লিক করুন এখানে।
Follow SBS Bangla on FACEBOOK.
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।
আরও দেখুন:









