কোভিড মহামারীর সময়কালীন প্রায় তিন বছর অনুপস্থিতির পরে এ বছর আবারও মঞ্চে ফিরেছে কবিতায়ন।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কবিতা আবৃত্তির অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা ছিল আগেই, কিন্তু কোভিডের কারণে সেটি আর সম্ভব হয়নি।
অবশেষে গত ৫ নভেম্বর ২০২২, শনিবারে হয়ে গেল এই অনুষ্ঠান, মেলবোর্নের ক্লেটন কম্যুনিটি সেন্টারের একটি মঞ্চে।
এবারের আয়োজনের নাম ছিল, ‘দাম দিয়ে কিনেছি স্বাধীনতা’।
১৯৭১ সালের মার্চ মাসে হঠাৎ করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়ে যায়নি। এর পেছনে ভূমিকা রেখেছিল তার আগের চব্বিশ-পঁচিশ বছরের রাজনৈতিক ইতিহাস। কবিতায়ন অত্যন্ত যত্নের সাথে সেই ইতিহাসের সময়কালকে ধরে রাখতে চেয়েছে, ফুটিয়ে তুলতে চেয়েছে, আর সেভাবেই বেছে নিয়েছে কবিতাগুলি।

মেলবোর্নের আবৃত্তি সংগঠন কবিতায়নের সদস্যবৃন্দ। Credit: Supplied by: Fahmid Ahsan
আবৃত্তির সাথে সাথে সঙ্গীত পরিবেশন করেছেন- ফারিনা মাহমুদ, পিনাকী ঘোষ, সোনিয়া চৌধুরী এবং সুব্রত বড়ুয়া।
মঞ্চসজ্জায় বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল প্রতীকী শহীদ মিনার। অনুষ্ঠানের এক পর্যায়ে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ বলে ব্যানার হাতে মিছিল ও সেই শহীদ মিনারে ফুল দেয়া দর্শক-নন্দিত হয়েছে বেশ।
ডিসেম্বরের শুরুতেই ভারত ও ভুটান সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি জানায়। সে সময়ে ইন্দিরা গান্ধী ও জিগমে দর্জি ওয়াংচুকের পাঠানো চিঠি দুটি পাঠ করে শোনায় নতুন প্রজন্মের দু’জন শিল্পী- অভিলাষা ভাদুড়ী এবং তাহমিদ দেওয়ান জিদান।
কীবোর্ড, গিটার ও তবলায় ছিলেন যথাক্রমে ফায়াজ খন্দকার, সাদাত খন্দকার, পলাশ কুমার দত্ত এবং মাসুদ ইবনে রহমান।

কবিতায়ন দলের সদস্য পারভেজ রাকসান্দ কামাল। Credit: Supplied by: Parves Raksand Kamal
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা







