ডেট কালেকশন বা পাওনা সংগ্রহের স্কিমটি বর্তমানে রোবোডেট নামে পরিচিত। এটি আগের জোট সরকার ২০১৬ সালে চালু করেছিল এবং রয়্যাল কমিশনের রিপোর্টে এটিকে 'নিষ্ঠুর', 'অপরিণত' এবং 'অবৈধ' বলা হয়েছে।
২০২০ সালে বাতিল হওয়ার আগে একটি অটোমেটিক এসেসমেন্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে স্কিমটি ওয়েলফেয়ার পেমেন্ট গ্রহীতাদের ৪০০,০০০-এরও বেশি ভুয়া ঋণ নোটিশ জারি করেছে।
গত ১৩ নভেম্বর এনডিআইএস মন্ত্রী বিল শর্টেন পার্লামেন্টকে বলেছেন যে আলবানিজি সরকার এতে সাড়া দিয়েছে এবং নীতিগতভাবে, রোবোডেট রয়্যাল কমিশনে বর্ণিত ৫৬টি সুপারিশের সাথে সম্মত। উল্লেখ্য, মি. শর্টেনের পোর্টফোলিওর আওতায় অন্তত ২৬টি সুপারিশ অন্তর্ভুক্ত।
বিল শর্টেন বলেছেন যে সরকার ইতিমধ্যে প্রস্তাবিত ব্যবস্থা বাস্তবায়ন শুরু করেছে।
তিনি বলছেন, গত সপ্তাহে আমরা ৩,০০০ নতুন লোক নিয়োগের ঘোষণা করেছি যাতে সেবাগ্রহীতাদের দাবি এবং কলগুলিতে সাড়া দেয়া সহজ হয়।
ফেডারেল সরকার সুপারিশগুলি বাস্তবায়নে সহায়তা করার জন্য আগামী চার বছরে ২১.১ মিলিয়ন ডলার নতুন তহবিলের প্রতিশ্রুতি দিচ্ছে।
স্কিমটি বাস্তবায়নের সময় ভুলভাবে ৭৫০ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছিল, যেটিকে কয়েকজন রাজনীতিবিদ অস্ট্রেলিয়ান পাবলিক পলিসির ইতিহাসের সবচেয়ে অপরিপক্ক অধ্যায়গুলোর একটি বলে অভিহিত করেছে।
গ্রিনস নেতা অ্যাডাম ব্যান্ড বলেছেন রোবোডেটের মতো কেলেঙ্কারির পুনরাবৃত্তি এড়াতে অস্ট্রেলিয়ানদের দারিদ্র্য থেকে বের করে আনতে হবে।
সুপারিশের মধ্যে ছিল সার্ভিসেস অস্ট্রেলিয়ার সেবা গ্রহীতাদের সম্মান ক্ষুন্ন করে এমন ভাষা এড়িয়ে চলার আহ্বান।
প্রতিবেদনের একটি অপ্রকাশিত অধ্যায়ে, রয়েল কমিশনার ক্যাথরিন হোমস সুপারিশ করেছেন যে মূল ব্যক্তিদের এই পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ফৌজদারি বিচারের মুখোমুখি করা হবে।
তবে এখানে কোন নাম প্রকাশ করা হয়নি।
অ্যাটর্নি জেনারেল মার্ক ড্রেফাস বলেছেন যে রিপোর্টে পাওয়া গেছে যে লিবারেল পার্টির পরিকল্পনায় স্পষ্ট উদ্দেশ্য এবং ইচ্ছাকৃত ভূমিকা ছিল।
রোবোডেট স্কিমের ক্ষতিগ্রস্থদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার জন্য জোটকে বারবার আহ্বান জানানো হয়েছে।
তবে, বিল শর্টেন বলেছেন যে এখনো পর্যন্ত ক্ষমা চাওয়ার ইচ্ছার অভাব ভবিষ্যতে
এধরণের কেলেঙ্কারি প্রতিরোধে অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ প্রকাশ করবে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার লিঙ্কে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।








