গুরুত্বপূর্ণ দিকগুলো
- বিল, লোন এবং ক্রেডিট কার্ড একজন মানুষকে খুব তাড়াতাড়িই নিঃস্ব করে দিতে পারে।
- অনেক মানুষই তাদের বন্ধু এবং পরিবারদের নিজেদের সমস্যার কথা বলতে লজ্জা পায় এবং পেশাদার সাহায্য নিতেও আগ্রহী নয়।
- ন্যাশনাল ডেট হেল্পলাইন একটি অলাভজনক গ্রুপ যারা বিনামূল্যে প্রতিবছর এক লাখেরও বেশি পেশাদার ফাইনান্সিয়াল কাউন্সেলিং সার্ভিস দিয়ে থাকে।
কনজিউমার অ্যাকশন ল' সেন্টারের ফাইনান্সিয়াল ডিরেক্টর কিরস্টি রবসন বলেন, অনেক লোকই নিজের আর্থিক সমস্যা অন্যদের সাথে শেয়ার করে না এবং নীরবে সয়ে যায়।
তিনি বলেন, বিল, লোন এবং ক্রেডিট কার্ড একজন মানুষকে খুব তাড়াতাড়িই নিঃস্ব এবং অসহায় করে দিতে পারে।
দশ বছর আগে এডেলেইডের বাসিন্দা রেচেল ব্ল্যাক তার মেইলবক্সে একটি ফ্রী ক্রেডিট কার্ড পান এবং এর পরেই ঋণের ফাঁদে পড়েন।
তিনি সম্প্রতি একটি নতুন এপার্টমেন্টে ওঠেন এবং ফার্নিচার ও অন্যান্য সামগ্রী কিনতে অতিরিক্ত ব্যয় করেন যা অন্য সময় হলে করতেন না।
রেচেল বলেন তার বাড়তি ঋণ সমস্যা তাকে প্রবল দুর্ভোগের মধ্যে ফেলেছে।
এডভোকেটরা বলেন, অনেক মানুষই তাদের বন্ধু এবং পরিবারদের নিজেদের সমস্যার কথা বলতে লজ্জা পায় এবং পেশাদার সাহায্য নিতেও আগ্রহী নয়।
রেচেল ব্ল্যাক বলেন, তিনিও একইভাবে চিন্তা করতেন।
ন্যাশনাল ডেট হেল্পলাইন মানুষদের পেশাদার সাহায্য নেয়ার জন্য নতুন করে প্রচারণা চালাচ্ছে।
এদিকে যখন জবকীপারের মত সহায়তাগুলো বন্ধ হয়ে গেছে, তখন উদ্বেগ বাড়ছে যে অনেক লোকই সংকটে পড়বে।
ফিওনা গাথরি ফাইনান্সিয়াল কাউন্সেলিং অস্ট্রেলিয়ার সিইও, তার সংস্থা এই উদ্যোগের সাথে জড়িত।
তিনি বলেন, অনেক মানুষই মহামারীর এই সময়ে কোনভাবে টিকে আছে, কিন্তু অন্যদিকে এর বাইরে অনেক মানুষই এখনো কষ্টে আছে, আমরা তাদেরকে ভুলে যেতে পারি না।
ন্যাশনাল ডেট হেল্পলাইন একটি অলাভজনক গ্রুপ যারা বিনামূল্যে প্রতিবছর এক লাখেরও বেশি পেশাদার ফাইনান্সিয়াল কাউন্সেলিং সার্ভিস দিয়ে থাকে এবং তাদের ১৭০টিরও বেশি বিভিন্ন ভাষায় অনুবাদের সুবিধা রয়েছে।
মিজ গাথরি বলেন, এই মহামারীর সময়ে অনেক মানুষই প্রথমবারের মত এই সাহায্য নিচ্ছেন।
গত তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ার গৃহস্থালি ঋণ বেড়েছে আকাশচুম্বী। অস্ট্রেলিয়ানরা এখন তাদের আয়ের চেয়ে অন্তত ২০০ শতাংশ বেশি ঋণে জর্জরিত যার বেশিরভাগই ক্রেডিট কার্ড, মর্টগেজ, নৈনন্দিন খরচ এবং বিল।
গড়ে তারা যা আয় করে তার চেয়ে খরচ তাদের দ্বিগুন।
যারা সহায়তা চান তাদের ফাইনান্সিয়াল কাউন্সেলর কির্সটি রবসন বলেন, এই সার্ভিসগুলো মানুষদের তাদের আইনগত অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ সহায়তা এবং তথ্য দিয়ে থাকে।
রেচেল ব্ল্যাক বলেন, ফাইনান্সিয়াল এডভাইজারদের কাছ থেকে সাহায্য পেয়ে তার জীবনে পরিবর্তন এসেছে এবং তার মোট আর যারা বিপদে আছে তারাও একই পথ অনুসরণ করবে।
এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
আরো দেখুন:










