সেটেলমেন্ট গাইডের এই পর্বে নতুনদের জন্য অপেক্ষার সময়, পেমেন্ট পাওয়ার যোগ্যতা এবং নিয়ম যাদের জন্য ব্যতিক্রম সেই বিষয়গুলো ব্যাখ্যা করবে।
গুরুত্বপূর্ণ দিকগুলো
- নতুন স্থায়ী বাসিন্দাদের জন্য একটি শর্ত হল তাদের সরকারী পেমেন্ট পেতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে
- নতুন আগত পার্মানেন্ট রেসিডেন্টদের অপেক্ষার সময়সীমার পরিবর্তন ১ জানুয়ারি ২০২২ সাল থেকে কার্যকর হবে
- কোভিড -১৯ এর কারণে যদি মানুষের কাজের সময় বা পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের জন্য 'ডিজাস্টার পেমেন্টের' ব্যবস্থা রয়েছে
সামাজিক নিরাপত্তার সুবিধাগুলি অস্ট্রেলিয়ার অধিবাসীদের জন্য করা হয়েছে যারা আর্থিকভাবে অভাবগ্রস্ত। ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস (ডিএসএস) অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী ভিসাধারী এবং নিউজিল্যান্ডের কিছু নাগরিককে সোশ্যাল সিকিউরিটি পেমেন্টের জন্য 'অস্ট্রেলিয়ার যোগ্য বাসিন্দা' হিসাবে বিবেচনা করে। অস্থায়ী পার্টনার ভিসাধারীরা কিছু পেমেন্ট পেতে পারেন।

ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস (সমাজসেবা অধিদপ্তর) বলছে, তার দীর্ঘদিনের নীতি হচ্ছে, নতুন অভিবাসীরা যখন অস্ট্রেলিয়ায় প্রথম আসবে তখন যাতে তাদের নিজেদের চলার মত সামর্থ্য থাকে। নতুন স্থায়ী বাসিন্দাদের জন্য একটি শর্ত হল তাদের সরকারী পেমেন্ট পেতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
জানুয়ারী ২০২২ থেকে নতুন বাসিন্দাদের অধিকাংশেরই পেমেন্ট পাওয়ার যোগ্যতা হচ্ছে তাদের পার্মানেন্ট রেসিডেন্সি হওয়ার পর থেকে চার বছর অপেক্ষা করতে হবে। অস্ট্রেলিয়ার বাইরে থাকার সময়টি চার বছরের মধ্যে গণনা করা হবে না।
READ MORE

লক ডাউনে সুস্থ থাকা
ড: অ্যাস্ট্রিড পেরি সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনালের স্ট্র্যাটেজিক পলিসির ম্যানেজার। তিনি নতুন নীতিগুলো এবং অভিবাসীদের জন্য তার অর্থ কী তা খতিয়ে দেখছেন।
তিনি বলেন, "যদি আপনি শরণার্থী হিসেবে আগমন করেন তাহলে অন্য যে কোন অস্ট্রেলিয়ানের মতই সরকারি সহায়তা পাওয়ার স্বাভাবিক সুযোগ আছে। কিন্তু স্থায়ী বাসিন্দা হিসেব আসলে আপনাকে চার বছর অপেক্ষা করতে হবে। এটাকে 'নিউলি এরাইভড মাইগ্র্যান্ট ওয়েইটিং পিরিওড' বলা হয়।”
তবে জবসিকার, প্যারেন্টিং পেমেন্ট এবং বেশিরভাগ কনসেশন কার্ডের জন্য চার বছরের অপেক্ষার নিয়ম ২০১৮ সাল থেকে চালু আছে।

এছাড়া বর্তমানে অন্যান্য অপেক্ষার সময় পেমেন্টের ধরন অনুযায়ী পরিবর্তিত হয়।
যদি নতুন সামাজিক নিরাপত্তা আইন পাস হয়, তাহলে নতুন আগত পার্মানেন্ট রেসিডেন্টদের অপেক্ষার সময়সীমার পরিবর্তন ১ জানুয়ারি ২০২২ সাল থেকে কার্যকর হবে।
ক্যারিয়ার পেমেন্ট, প্যারেন্টাল লিভ পে এবং ড্যাড এন্ড পার্টনার পে-এর অপেক্ষার সময়ও আগের দুই থেকে বেড়ে চার বছর পর্যন্ত বৃদ্ধি পাবে। কেয়ারার এলাউয়েন্স এবং ফ্যামিলি ট্যাক্স বেনিফিটের পার্ট এ-এর জন্য অপেক্ষার সময়কাল এক থেকে বেড়ে চার বছর হবে। সরকার ফ্যামিলি ট্যাক্স বেনিফিট পার্ট বি -এর জন্যও চার বছরের নতুন অপেক্ষার মেয়াদ চালু করতে চায়।
"যারা ২০১৯-এর আগে অস্ট্রেলিয়ায় এসেছিলেন তাদের জন্য জবকিপার বা অসস্টাডির মত পেমেন্টের অপেক্ষার সময় আপনার নিজ পরিস্থিতির উপর নির্ভর করবে", বলেন ড: পেরি।

অনেকে অপেক্ষার সময়সীমা বাড়ানোর এই আইনের প্রবল বিরোধিতা করছেন। সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সার্ভিসেসের মতো সংস্থাগুলি মনে করে যে সরকারের নতুন নীতিমালা নিম্ন আয়ের অনেক নতুন অভিবাসীদের হতাশ করবে।
আকরাম এল-ফাহকরি একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট যিনি নতুন স্থায়ী বাসিন্দাদের সাথে কাজ করেছেন।
তিনি বলেন, "যদি একজন অভিবাসী অর্থনৈতিকভাবে প্রকৃতই দরিদ্র হয়ে থাকেন, ব্যক্তিগতভাবে আমি বলতে চাই সার্ভিসেস অস্ট্রেলিয়ার উচিত তাদের প্রতি সহানুভূতি দেখানো এবং তাদের যথাসাধ্য সাহায্য করা।"
যারা হিউম্যানিটেরিয়ান ভিসায় অস্ট্রেলিয়ায় আসবেন তাদের জন্য ছাড় থাকবে। নতুন এই চার বছরের অপেক্ষার মেয়াদ চারটি শরণার্থী ভিসার সাবক্লাসের জন্য প্রযোজ্য হবে না।
অন্যথায় অপেক্ষার মেয়াদ খুব কম ক্ষেত্রেই ব্যতিক্রম আছে। এই নিয়ম থেকে ছাড় পাবার আবেদনগুলি কেস-বাই-কেস ভিত্তিতে মূল্যায়ন করা হয়, বলেন ড: পেরি।

আকরাম এল-ফাহকরি বলেন, কোভিড -১৯ এর কারণে যদি মানুষের কাজের সময় বা পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের জন্য 'ডিজাস্টার পেমেন্টের' ব্যবস্থা রয়েছে।
যারা 'কোভিড- ১৯ ডিজাস্টার পেমেন্টের' জন্য যোগ্য নয় তাদের জন্য কিছু 'হার্ডশিপ পেমেন্টের' সুযোগ আছে।
আপনি যদি আর্থিক কষ্টে থাকেন তবে আপনার পেমেন্ট পাওয়ার যোগ্যতা আছে কিনা তা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ, অপেক্ষার মেয়াদ যাই হোক না কেন।
একটি বিষয় জানা প্রয়োজন যে অপেক্ষার মেয়াদ পরিবর্তন শুধুমাত্র ভবিষ্যতের স্থায়ী বাসিন্দাদের বেলায় প্রযোজ্য। অর্থাৎ ১ জানুয়ারী ২০২২ -এর আগে যাদের স্থায়ী বা অস্থায়ী ভিসা দেওয়া হয়েছে তারা এই নিয়মের মধ্যে পড়বেন না।

আপনি যদি ইতিমধ্যেই সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট পেয়ে থাকেন এবং আপনার পরিস্থিতি পরিবর্তিত হয়, তাহলে আপনাকে অবশ্যই সেন্টারলিংকে এই পরিবর্তনগুলি ঘোষণা করতে হবে। এতে আপনার পেমেন্ট বা আপনার যোগ্যতা কমে যেতে পারে, মিঃ এল-ফাহকরি বলেন।
আপনার আয় বৃদ্ধি বা পরিবার বা ব্যক্তিগত আর্থিক পরিস্থিতির পরিবর্তন ঘোষণা করতে ব্যর্থ হলে মারাত্মক পরিণতি হতে পারে।
তিনি বলেন, "সবচেয়ে খারাপ যেটা হবে যে আপনাকে হয়তো অর্থ ফেরত দিতে হবে।"
আপনি যদি যোগ্যতার মানদণ্ড পূরণ করেন এবং অপেক্ষার মেয়াদ শেষ হয়ে আসে, তাহলে আপনি আপনার আবেদন শুরু করতে পারেন। সেন্টারলিংক (Centrelink) তখন নির্ধারণ করবে যে আপনি পেমেন্ট পেতে সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণ এবং আপনার আয়ের পরীক্ষায় (ইনকাম টেস্ট) উত্তীর্ণ হবেন কিনা।
আপনি সরকারি পেমেন্টের জন্য যোগ্য কিনা এবং আপনার কতদিন অপেক্ষা করা করা উচিত সে বিষয়ে আপনি অনলাইনে তথ্য পেতে পারেন, বলেন ড: পেরি।

কোভিড -১৯ এর কারণে চরম কষ্টের সম্মুখীন হচ্ছেন এমন অস্থায়ী ভিসাধারী এবং আশ্রয়প্রার্থীদের জন্য সরকার থেকে পেমেন্টের ব্যবস্থা আছে।
এসবিএস সেটেলমেন্ট গাইড কোভিড -১৯ রিলিফ পেমেন্টগুলি কীভাবে পাবেন সে সম্পর্কে তথ্য সরবরাহ করে। আপনি সার্ভিসেস অস্ট্রেলিয়ার ওয়েবসাইটও দেখতে পারেন। ভিজিট করুন: Servicesaustralia.gov.au
(পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।)
Follow SBS Bangla on FACEBOOK.
আরও দেখুন:









