অভিবাসী প্রতিবন্ধীদের সাপোর্ট সার্ভিসগুলো থেকে সেবা পেতে সমস্যা হচ্ছে

work and disability

A man in a wheelchair Source: AAP

আশঙ্কা করা হচ্ছে যে, অস্ট্রেলিয়ার সাপোর্ট সার্ভিসগুলো থেকে বিদেশে জন্মগ্রহণকারী বিপদগ্রস্ত অভিবাসী এবং প্রতিবন্ধী ব্যক্তিরা সেবা পাওয়া থেকে দূরে আছেন। পিপল উইথ ডিসেবিলিটি, অস্ট্রেলিয়া সংস্থাটি জানিয়েছে যে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সেবার জন্য স্থাপন করা জাতীয় প্রকল্পটি এমন হওয়া উচিত যাতে সেবা নিতে আগ্রহীদের জন্য সুবিধাগুলো আরও সহজ হয় এবং অনেকেকে অন্তর্ভুক্ত করা যায়।


এটা প্রত্যাশা করা হচ্ছে যে যারা ইংরেজি জানে না তাদের জন্য একটি বহুভাষিক হাব তৈরী করা হবে, যাতে ডিসেবিলিটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তারা নিজের ভাষায় পায় ।  

অস্ট্রেলিয়ান ডেটা থেকে দেখা যায় যে, বিদেশে জন্মগ্রহণকারী প্রতিবন্ধীদের হার স্থানীয়দের মতো একই আছে।

এর পরেও ন্যাশনাল ডিসেবিলিটি ইন্সুরেন্স স্কিমের জন্য যোগ্য অনেকেই এই সিস্টেমের মধ্যে নেই। 

সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল বলছে এনডিআইএস নিবন্ধনগুলি আট শতাংশে এসে থমকে আছে।

এই কারণেই সংস্থাটি ন্যাশনাল ডিসেবিলিটি ইন্সুরেন্স স্কিমের অর্থায়নে মাল্টিলিঙ্গুয়াল ডিসেবিলিটি হাব বা বহুভাষিক কেন্দ্র তৈরি করেছে।

এই কেন্দ্রে টেলিফোন লাইন এবং ওয়েবসাইটের মাধ্যমে ১৪টি ভাষার তথ্য দেয়া হয়। 

আরো পড়ুন :

পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন 


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now