āϕ⧋āĻ­āĻŋāĻĄ-⧧⧝ āĻšā§‡āϞāĻĨ āĻŽā§‡āϏ⧇āϜ āĻ•āĻŋ āϏāĻšāĻœā§‡ āĻŦā§‹āĻāĻž āϝāĻžā§Ÿ?

Syringe needle and vaccine in the hands of a nurse. Preparation of coronavirus vaccine for senior

Doctor or nurse in a laboratory preparing a vaccine for senior Asian people. Source: iStockphoto

āϕ⧋āĻ­āĻŋāĻĄ-⧧⧝ āĻŦ⧈āĻļā§āĻŦāĻŋāĻ• āĻŽāĻšāĻžāĻŽāĻžāϰ⧀āϰ āϏāĻŽā§Ÿā§‡ āϗ⧁āϰ⧁āĻ¤ā§āĻŦāĻĒā§‚āĻ°ā§āĻŖ āĻ¸ā§āĻŦāĻžāĻ¸ā§āĻĨā§āϝ āĻŦāĻžāĻ°ā§āϤāĻžāϗ⧁āϞ⧋ āĻ…āύ⧁āϧāĻžāĻŦāύ āĻ•āϰāϤ⧇ āϏāĻ‚āĻ—ā§āϰāĻžāĻŽā§‡ āϞāĻŋāĻĒā§āϤ āĻšāϤ⧇ āĻšāĻšā§āϛ⧇ āĻŽāĻžāύ⧁āώāϕ⧇āĨ¤ āĻāĻ•āϟāĻŋ āϜāĻžāĻ¤ā§€ā§Ÿ āϞāĻŋāϟāĻžāϰ⧇āϏāĻŋ āĻšāϟāϞāĻžāχāύ⧇ āĻ āϏāĻŽā§Ÿā§‡ āĻ•āϞ⧇āϰ āϏāĻ‚āĻ–ā§āϝāĻž āĻšāĻ āĻžā§Ž āĻ•āϰ⧇ āĻ…āύ⧇āĻ• āĻŦā§‡ā§œā§‡ āϗ⧇āϛ⧇āĨ¤ āĻŦāĻŋāĻļ⧇āώāĻœā§āĻžāϰāĻž āĻŦāϞāϛ⧇āύ, āĻāϟāĻŋ āĻŦā§āϝāĻžāĻĒāĻ• āφāĻ•āĻžāϰ⧇āϰ āϏāĻŽāĻ¸ā§āϝāĻžāϰ āĻāĻ•āϟāĻŋ āĻ…āĻ‚āĻļ āĻŽāĻžāĻ¤ā§āϰāĨ¤ āĻ¸ā§āĻŦāĻžāĻ¸ā§āĻĨā§āϝ āĻŦāĻŋāώ⧟āĻ• āĻ“ āĻ…āĻ¨ā§āϝāĻžāĻ¨ā§āϝ āϏāϰāĻ•āĻžāϰ⧀ āϤāĻĨā§āϝāĻžāĻŦāϞ⧀ āϝ⧇āĻ­āĻžāĻŦ⧇ āωāĻĒāĻ¸ā§āĻĨāĻžāĻĒāύ āĻ•āϰāĻž āĻšā§Ÿ, āϏ⧇āϗ⧁āϞ⧋ āĻ…āύ⧇āϕ⧇āϰ āϜāĻ¨ā§āϝāχ āϏāĻ‚āĻ—ā§āϰāĻš āĻ•āϰāĻž, āĻ…āύ⧁āϧāĻžāĻŦāύ āĻ•āϰāĻž āĻ•āĻŋāĻ‚āĻŦāĻž āĻ…āύ⧁āĻŦāĻžāĻĻ āĻ•āϰāĻž āĻ•āĻ āĻŋāύ āĻšā§Ÿā§‡ āĻĒā§œā§‡āĨ¤


অস্ট্রেলিয়ায় বহু লোক আছে যারা মনে করে মানুষ পাবলিক হেলথ মেসেজগুলো সহজেই বুঝতে পারবেন। কিন্তু, স্বল্প-শিক্ষিত এমন লক্ষ লক্ষ মানুষ আছেন, যাদের জন্য এসব মেসেজ পড়ে অর্থ বুঝতে পারাটা নিত্যদিনের সংগ্রামের বিষয়।

রিডিং রাইটিং হটলাইন-এর ম্যানেজার ভেনেসা আইলস বলেন, কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর সময়ে একটি উদ্বেগজনক সংখ্যক মানুষ এই হটলাইনে কল করেছেন। কারণ, তারা স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যাবলীর অর্থ বুঝতে পারছিলেন না এবং এজন্য সাহায্য চাওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হবে, সেটাও তারা জানতেন না।
তিনি বলেন, স্বাস্থ্য বিষয়ক বেশিরভাগ মেসেজ বা বার্তা লেখা হয় অ্যাডভান্সড লেভেলের ভাষা ব্যবহার করে। অস্ট্রেলিয়ায় প্রায় ৪৪ শতাংশ প্রাপ্ত-বয়স্ক লোকের জন্য এগুলো অনুধাবন করাটা খুবই কঠিন হয়ে পড়ে।

ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের ইনফেকশাস ডিজিজ সোশাল সায়েন্টিস্ট হিসেবে কাজ করেন অ্যাসোসিয়েট প্রফেসর হোলি সিল।

তিনি বলেন, ২০২০ সালের শুরুর দিকে স্টেট ও ফেডারাল ওয়েবসাইটগুলোতে করোনাভাইরাস সম্পর্কিত তথ্যাবলীর মান এবং সেগুলোর নাগাল পাওয়ার বিষয় নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল।

স্টেট ও টেরিটোরিগুলোতে করোনাভাইরাস বিষয়ক নিষেধাজ্ঞাগুলোর মাঝে ভিন্নতা থাকার কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

অ্যাসোসিয়েট প্রফেসর সিল বলেন, তথ্যের নাগাল পেতে ব্যর্থ হলে মানুষ বিব্রত কিংবা হতাশ হয়। আর, এর ফলে তারা সরকার বা তথ্যদাতার ওপর থেকে আস্থা হারায়।

ভেনেসা আইলস বলেন, রিডিং রাইটিং হটলাইনের বহু ব্যবহারকারীর এ রকম অভিজ্ঞতা আছে।

ভেনেসা আইলস বলেন, তথ্যাবলী সুচিন্তিতভাবে জটিল করে লেখা হয় না। আসলে সমস্যা হলো, যারা এগুলো লিখেন, প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে, তারা অনেক বেশি শিক্ষিত। সহজে বোঝা যায় এ রকম মেসেজ লিখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, এর পরে সেই লেখাটি স্বল্প-শিক্ষিত লোকদেরকে পড়তে দিতে হবে এবং দেখতে হবে যে, তারা এর মানে বুঝতে পারে কিনা।

ফেডারাল ডিপার্টমেন্ট অফ হেলথ এর এক বিবৃতিতে বলা হয়েছে, ভ্যাকসিন রোল-আউট বা টিকাদান কর্মসূচি বিষয়ক যোগাযোগ যেন যথাযথ ও কার্যকরী হয়, সেটা নিশ্চিত করার জন্য কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর পুরোটা সময় জুড়ে তারা সক্রিয়ভাবে বিভিন্ন জনগোষ্ঠী ও স্টেকহোল্ডারদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

এতে আরও বলা হয়েছে, এ বছরের জানুয়ারি থেকে ফেডারাল সরকার অ্যাবোরিজিনাল ও টরে স্ট্রেইট আইল্যান্ডার জনগোষ্ঠীগুলোর জন্য সুনির্দিষ্ট টিকাকরণ তথ্যাবলী প্রস্তুত করছে।

অ্যাসোসিয়েট প্রফেসর হোলি সিল বলেন, প্যান্ডেমিকের শুরুর দিকের তুলনায় সরকারের যোগাযোগের মান এখন ভাল হলেও এখনও উন্নতির অনেক সুযোগ রয়েছে।

তিনি বলেন, ২০২২ সালেও কোভিড-১৯ থাকবে এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টিও আমাদের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিবে। তাই, ইমার্জেন্সি কমিউনিকেশন বা জরুরি যোগাযোগ ব্যবস্থার এখনই উন্নয়ন করা দরকার।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
āϕ⧋āĻ­āĻŋāĻĄ-⧧⧝ āĻšā§‡āϞāĻĨ āĻŽā§‡āϏ⧇āϜ āĻ•āĻŋ āϏāĻšāĻœā§‡ āĻŦā§‹āĻāĻž āϝāĻžā§Ÿ? | SBS Bangla