অস্ট্রেলিয়ার জাতীয় পর্যায়ে অথবা অস্ট্রেলিয়ান কমিউনিটিতে যারা বিশেষ অবদান রাখেন তাদেরকে প্রতিবছর ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া ডে-তে“অর্ডার অফ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।
এ বছর মেডাল অফ অর্ডার (OAM) শ্রেণীতে অর্ডার অফ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ভিক্টোরিয়া রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা কামরুল হোসেইন চৌধুরী। তবে, বাংলাদেশী অস্ট্রেলিয়ান হিসেবে তিনিই এক্ষেত্রে প্রথম ব্যক্তি নন। এর আগে ২০০০ সালে ডারউইনের মোহাম্মদ নুরুল হক মেডাল অফ অর্ডার (OAM) শ্রেণীতে অর্ডার অফ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন। নর্দান টেরিটোরির ইসলামিক সোসাইটির প্রতি অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

কামরুল হোসেইন চৌধুরী ভিক্টোরিয়া রাজ্যের বাসিন্দা।তিনি একাধারে অস্ট্রেলিয়ায় এবং বাংলাদেশে সামাজিকম কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসবিএস বাংলার সঙ্গে কামরুল হোসেইন চৌধুরীর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.





