এই নির্বাচনী ফলাফল কেবল রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনই নির্দেশ করছে না, বরং অস্ট্রেলীয় সমাজের ভেতরে মতামতের মেরুকরণ, নীতিগত উদ্বেগ এবং ভোটারদের অগ্রাধিকার বদলের স্পষ্ট ইঙ্গিতও দিচ্ছে।
এই নির্বাচনে অভিবাসন নীতি, বাড়তে থাকা জীবনযাত্রার খরচ, আবাসন সংকট, এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার মতো ইস্যুগুলো ভোটারদের মানসিকতায় কীভাবে প্রভাব ফেলেছে, তা বিশ্লেষণ করার জন্য মেলবোর্ন থেকে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন লেখিকা লুনা রুশদি।
পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla
চ্যানেল।